লাদাখে যে দিন আলোচনায় বসেছেন ভারত ও চিনের সেনা কর্তারা, সে দিনই সামনে এল দু’দেশের সেনার সংঘাতের একটি ভিডিয়ো।
সংবাদমাধ্যমের একাংশে প্রকাশিত ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, কোনও একটি তুষারে ঢাকা পার্বত্য এলাকায় ধস্তাধস্তি হচ্ছে ভারতীয় ও চিনা সেনার। এক চিনা অফিসারকে ঘুঁষি মারছেন এক ভারতীয় জওয়ান। তার পরে ধাক্কাধাক্কি করছে দু’পক্ষ। তার মাঝেই দুই সেনারই কয়েক জন চিৎকার করে বলছেন ‘লড়াই কোরো না’, ‘ফিরে যাও’। ভিডিয়ো দেখে মনে হচ্ছে কিছু ক্ষণ পরে লড়াই থেমে যাচ্ছে। ধস্তাধস্তির সময়ে মারধর করা হয়েছে এমন এক চিনা সেনাকে ভারতীয় অফিসার জিজ্ঞেস করছেন, তিনি ঠিক আছেন কি না।