ফাইল ছবি।
সোমবারের তুলনায় আরও কমল ভারতে করোনার প্রকোপ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া দৈনিক করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৫৯ জন। সোমবার সংক্রমিতের সংখ্যা ছিল ১ হাজার ২৭০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৭০৫ জন। এর ফলে দেশে মোট সুস্থের সংখ্যা বেড়ে হল, ৪ কোটি ২৪ লক্ষ ৮৫ হাজার ৫৩৪।
দেশে ক্রমেই কমছে করোনার প্রকোপ। দৈনিক আক্রান্তের সংখ্যার পাশাপাশি কমছে করোনায় মৃতের সংখ্যাও। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৫ জনের। তার মধ্যে দক্ষিণের রাজ্য কেরলেই করোনায় মৃত্যু হয়েছে ২৫ জনের। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, কেরলে করোনা সংক্রমিত হয়ে আগেই মৃত্যু হয়েছিল ২১ জনের। কিন্তু তা অনথিভুক্ত ছিল। এর ফলেই মৃতের সংখ্যা লাফিয়ে বৃদ্ধি পেয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy