পাকিস্তানি বিমান এখনও প্রবেশ করতে পারবে না ভারতের আকাশসীমায়। পাকিস্তানি বিমানগুলির জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক মাস বৃদ্ধি করল ভারত। কেন্দ্রের তরফে শুক্রবার একটি ‘নোটিস টু এয়ার মিশন’ (এনওটিএএম) জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, পাকিস্তানে নথিভুক্ত বিমান বা পাকিস্তানের সংস্থা দ্বারা পরিচালিত বিমানের জন্য ভারতের আকাশসীমা বন্ধের মেয়াদ আগামী ২৩ জুন পর্যন্ত বর্ধিত করা হল।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়। তার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করে ভারত। সেই আবহেই পাকিস্তানি বিমানের জন্য ভারতের আকাশসীমা বন্ধের নির্দেশও দিয়েছিল নয়াদিল্লি। প্রাথমিক ভাবে ৩০ এপ্রিল প্রথম এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছিল। শুক্রবার সেই মেয়াদ আরও বৃদ্ধি করল কেন্দ্র। পাকিস্তানের সামরিক বিমানের ক্ষেত্রেও এই নির্দেশিকা প্রযোজ্য হবে।
পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক ক্রমশ তলানিতে ঠেকেছে। এই জঙ্গি হামলার ঘটনায় ইসলামাবাদকেই দায়ী করেছে নয়াদিল্লি। যদিও পাকিস্তান প্রথম থেকেই দাবি করে এসেছে, পহেলগাঁও কাণ্ডে তাদের কোনও হাত নেই! পহেলগাঁও কাণ্ডের পর পরই পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ করে ভারত। সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে। পাকিস্তানিদের ভিসা বাতিল করেছে ভারত। পাল্টা পদক্ষেপ হিসাবে ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে পাকিস্তান। তার পরেই পাকিস্তানি বিমানের জন্য একই পথে হাঁটে নয়াদিল্লি।
আরও পড়ুন:
দুই দেশের টানাপড়েনের মধ্যে গত বুধবার ঝড়বৃষ্টির কবলে পড়া ইন্ডিগোর নয়াদিল্লি-শ্রীনগর বিমানকে লাহৌরের বিমানবন্দরে অবতরণ করতে চেয়ে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি) কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। খারাপ আবহাওয়া এড়াতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করার অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু অনুমতি মেলেনি। ফলে দুর্যোগের মধ্যেই কোনও রকমে বিমানটি অবতরণ করে শ্রীনগর বিমানবন্দরে। অবতরণের সময়ে বিমানের ‘নাক’ ভেঙে যায়। সেই ঘটনার দু’দিন পরই নয়াদিল্লির তরফে আকাশসীমা বন্ধের মেয়াদ বৃদ্ধির কথা জানানো হল।