সংঘর্ষের আবহে ইরান থেকে ভারতীয়দের বার করে আনতে ‘অপারেশন সিন্ধু’ শুরু করল নয়াদিল্লি। বুধবার বিবৃতি প্রকাশ করে এমনটাই জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। ইজ়রায়েলের সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইরানের পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। বুধবারই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান আর হামলা প্রতিরোধ করার মতো অবস্থানে নেই। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলেও কিছু নেই বলে জানিয়েছেন ট্রাম্প। এই অবস্থায় ইরান থেকে ভারতীয় পড়ুয়াদের সরিয়ে আনতে শুরু করেছে নয়াদিল্লি।
বিবৃতি প্রকাশ করে ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইতিমধ্যে ১১০ জন ভারতীয় পড়ুয়াকে ইরান থেকে বার করে আনা হয়েছে। ‘অপারেশন সিন্ধু’র প্রাথমিক পর্যায়ে, ইরানের উত্তর প্রান্ত থেকে ওই ১১০ জন পড়ুয়াকে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে। তাঁদের সঙ্গে যোগাযোগ করেন ইরানে ভারতীয় দূতাবাসের আধিকারিকেরা। ইরান সীমান্ত পেরিয়ে মঙ্গলবার তাঁদের নিরাপদে নিয়ে যাওয়া হয় আর্মেনিয়ায়। সেখান থেকে পড়ুয়াদের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে। তাঁদের সঙ্গে ছিলেন ইরান এবং আর্মেনিয়ায় ভারতীয় দূতাবাসের আধিকারিকেরা। পরে বুধবার সেখান থেকে একটি বিশেষ বিমানে পড়ুয়াদের নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেওয়া হয়। বুধবার বেশি রাতের দিকে বা বৃহস্পতিবার ভোরের দিকে তাঁদের দিল্লিতে পৌঁছে যাওয়ার কথা।
আরও পড়ুন:
গত শুক্রবার ইরানের পরমাণুকেন্দ্র লক্ষ্য করে ইজ়রায়েল হামলা চালানোর পর দু’দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি ক্রমে জটিল হতে শুরু করেছে। এই অবস্থায় ইরানে থাকা ভারতীয়দের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর নয়াদিল্লি। পড়ুয়াদের নিরাপদে ইরান থেকে সরিয়ে আনতে সাহায্য করার জন্য ইরান এবং আর্মেনিয়ার সরকারকে ধন্যবাদও জানিয়েছে বিদেশ মন্ত্রক। বিবৃতিতে আরও জানানো হয়েছে, ইরানে ভারতীয় দূতাবাসের আধিকারিকেরা ভারতীয়দের প্রথমে সে দেশেই কোনও তুলনামূলক ভাবে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছেন। তার পরে সুযোগ সুবিধা মতো ভারতীয়দের ইরান থেকে বার করে নেওয়া হচ্ছে। ইরানে থাকা ভারতীয়দের তেহরানে ভারতের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।