পঞ্জাবের পাটিয়ালায় লকডাউন বিধি ভাঙায় বাধা দিয়েছিল পুলিশ। তার জেরে দুষ্কৃতীরা তরোয়ালের কোপে হাত কেটে নিয়েছিল পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর হরজিৎ সিংহের। এই পুলিশ অফিসার আজ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন। অভিনব উপায়ে তাঁর প্রতি সহমর্মিতা জানাল পঞ্জাব পুলিশ। রাজ্যের প্রত্যেক পুলিশকর্মী বুকে হরজিতের নাম লেখা ব্যাজ পরলেন। তাঁর সাহসিকতা নিয়ে টুইট করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহও।
লকডাউন বিধি বজায় রাখতে গিয়ে হরজিতের হাত কেটে নেওয়ার পরেই দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। আজ হাসপাতাল থেকে হরজিৎ ছাড়া পাওয়ার দিনে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছে পঞ্জাব পুলিশ। পুলিশের ডিজি দীপঙ্কর গুপ্তের টুইট, ‘‘কোভিড-১৯-এর বিরুদ্ধে পুলিশকর্মী এবং চিকিৎসকেরা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন। হরজিৎ সিংহ তাঁদেরই এক জন। আমরা যে তাঁর পাশে রয়েছি, তা জানাতেই বুকে হরজিতের নাম লেখা ব্যাজ পরার জন্য সকলকে আবেদন জানিয়েছিলাম। সকলেই তা করেছে। এ জন্য আমি গর্বিত।’’
হরজিৎ সুস্থ হয়ে ওঠায় খুশি অমরেন্দ্রও। তাঁর টুইট, ‘‘দু’সপ্তাহ আগে হরজিতের অস্ত্রোপচার হয়েছি। আনন্দের খবর তিনি সুস্থ হয়ে উঠেছেন। তাঁর হাতটি আবার সচল হয়েছে। ’’ পঞ্জাব পুলিশ আজ তাদের টুইটার হ্যান্ডলে ‘হ্যাশট্যাগ ম্যায়ভিহরজিৎসিংহ’ প্রচার করছে। ওই প্রচারে সাড়া দিয়ে হরজিতের সাহসিকতার প্রশংসা করেছেন বহু মানুষ।
আরও পড়ুন: কাল জুটবে তো! কম বা এক বেলা খাচ্ছেন ৪৪%