Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Coronavirus

নির্দেশিকা পাঠাবে ইউজিসি 

এ দিনই আবার সোশ্যাল মিডিয়ায় অভিভাবকদের সঙ্গে সরাসরি আলোচনায় বসেছিলেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২০ ০৫:২৯
Share: Save:

করোনা-সঙ্কটের জেরে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ। পড়ুয়ারা ঘরবন্দি। এমনকি থমকে কিছু পরীক্ষাও। এই পরিস্থিতিতে চলতি শিক্ষাবর্ষের জন্য বিকল্প নির্ঘণ্ট, পরীক্ষাসূচি এবং অনলাইন পড়াশোনার মতো বিষয়গুলি দেখতে দু’টি কমিটি তৈরি করেছিল ইউজিসি। ইউজিসি সচিব রজনীশ জৈন জানিয়েছেন, সোমবার ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে ওই দুই কমিটির পেশ করা রিপোর্ট সম্পর্কে আলোচনা হয়েছে। মতামত জানিয়েছেন বিশেষজ্ঞেরাও। কমিটির রিপোর্ট, সেই সম্পর্কিত আলোচনা সমেত সব কিছু খতিয়ে দেখার পরে শীঘ্রই কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির জন্য নির্দেশিকা জারি করবে ইউজিসি।

এ দিনই আবার সোশ্যাল মিডিয়ায় অভিভাবকদের সঙ্গে সরাসরি আলোচনায় বসেছিলেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। মন্ত্রকের দাবি, মাঝপথে থমকে যাওয়া পরীক্ষা আর স্কুল-কলেজে ফের কবে পড়াশোনা শুরু হবে, তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকদের আশ্বস্ত করতেই এই উদ্যোগ। সেখানে মন্ত্রী জানিয়েছেন, সিবিএসই-র দশম এবং দ্বাদশ শ্রেণির যে পরীক্ষা মাঝপথে আটকে রয়েছে, তা শেষ করতে প্রথম সুযোগেই ২৯টি মূল বিষয়ের পরীক্ষা সেরে ফেলা হবে। এই কথা ঘোষণা করা হয়েছে আগেই। জানানো হয়েছে ২৯টি বিষয়ের নামও। একই সঙ্গে তাঁর আশ্বাস, এনসিইআরটি-র বই প্রায় সমস্ত রাজ্যে ইতিমধ্যেই পৌঁছে দেওয়া গিয়েছে। খুব শীঘ্রই পড়ুয়ারা তা হাতে পাবেন। ক্লাস বন্ধ থাকা এবং তার দরুণ পড়াশোনার ক্ষতি যথাসম্ভব কম করতে অনলাইন পঠনপাঠনে জোর দেওয়ার কথাই বলেছেন মন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE