ভারত এবং পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) সাম্প্রতিক সংঘর্ষে বিরতির যে সিদ্ধান্ত নিয়েছেন গত ১২ মে-র আলোচনায়, তার নির্দিষ্ট কোনও মেয়াদ কোথাও বলা হয়নি বলে আজ জানাল সেনা। সংঘর্ষবিরতিরমেয়াদ ১৮ মে ফুরোচ্ছে বলে কিছু সংবাদমাধ্যমে যে চর্চা শুরু হয়েছিল, তা নস্যাৎ করে আজ সেনা জানিয়েছে, ডিজিএমও স্তরের কোনও বৈঠক হওয়ার কথাও নেই।
সেনার ওয়েস্টার্ন কমান্ড আজই এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেছে। তাতে সশস্ত্র জওয়ান পরিবৃত এক সেনা আধিকারিকে বলতে শোনা যায়, ‘৯ মে, রাত ৯টা নাগাদ শত্রুদের যে পোস্টগুলো থেকে সংঘর্ষবিরতি লঙ্ঘন করা হয়েছিল, সেই সব ক’টা পোস্ট ভারতীয় সেনা ধুলোয় মিশিয়ে দিয়েছে। নিজের পোস্ট ছেড়ে পালাতে দেখা গিয়েছে শত্রু পক্ষকে। শুধু একটা কর্মসূচি নয়, অপারেশন সিঁদুর ছিল পাকিস্তানের জন্য সেই শিক্ষা, দশকের পর দশক যেটা ওরা শেখেনি।’
ওই ভিডিয়োয় তার আগে সেই সেনা আধিকারিক বলেন, ‘এর শুরুটা হয়েছিল পহেলগামে আতঙ্কবাদী হামলা দিয়ে। ক্রোধ নয়, (কর্তব্যের) ডাক ছিল। মাথার ভিতরে শুধু একটাই কথা: এর পরে এমন শিক্ষা দিতে হবে, যেটা ওদের পরবর্তী প্রজন্মও মনে রাখবে। বদলার মনোভাব নয়, এটা ছিল ন্যায়বিচার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)