ফের উত্তপ্ত নিয়ন্ত্রণরেখা। ভারত-পাকিস্তানের মধ্যে প্রবল গোলাগুলিতে পাঁচ পাকিস্তানি সেনা নিহত। জখম পাক বাহিনীর আরও ৬ জন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রেই এই খবর পাওয়া গিয়েছে। সকাল থেকেই পাকিস্তান বিনা প্ররোচনায় ভারতীয় বাহিনীর বিভিন্ন সীমান্ত চৌকি লক্ষ্য করে হামলা চালাচ্ছিল। পুঞ্চ এবং রাজৌরি জেলায় পাক বাহিনী মর্টার শেলিং করছিল বলে জানা গিয়েছে। এর পর ভারতীয় বাহিনী ভিমবের ও বট্টল সেক্টরে পাল্টা জবাব দেয়। তাতেই পাক বাহিনী বড়সড় ক্ষতির মুখে পড়েছে।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে পুঞ্চের কৃষ্ণাঘাটি সেক্টরে এবং রাজৌরির নৌশেরা সেক্টরে পাক বাহিনী গোলাবর্ষণ শুরু করেছিল। তাতে এক শ্রমিকের মৃত্যু হয়। জখম হন দুই বিএসএফ জওয়ান। এর পরই ভারতীয় বাহিনী পাল্টা জবাব দিতে শুরু করে। ভিমবের সেক্টর এবং বট্টল সেক্টর থেকে নিয়ন্ত্রণরেখার ও পারে অবস্থিত পাক চৌকিগুলি লক্ষ্য করে ভারী গোলাবর্ষণ শুরু করে ভারতীয় সেনা। তাতেই ৫ পাক সেনার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখম আরও ৬ জন।