Advertisement
১৫ সেপ্টেম্বর ২০২৪

জলের তলায় রেস্তোরাঁ!

খাদ্যরসিকদের জন্য তার দরজা ফ্রেব্রুয়ারি মাসের প্রথম দিনেই খুলে দিয়েছে রিয়েল পসেইডন নামে ওই রেস্তোরাঁটি। এক সঙ্গে ৩২ জন বসে খেতে পারবেন সেখানে। ইন্ডিয়ান, থাই, চাইনিজ এবং মেক্সিকান কুইজিন মিলবে অভিনব ওই রেস্তোরাঁটিতে। এটিই ভারতের প্রথম ডুবন্ত রেস্তারাঁ।

ভারতের প্রথম ডুবন্ত রেস্তারাঁ। ছবি: টুইটার।

ভারতের প্রথম ডুবন্ত রেস্তারাঁ। ছবি: টুইটার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৫২
Share: Save:

সামনেই ভ্যালেনটাইন ডে। ভাবছেন প্রেমিকাকে একটু অন্য রকম ভাবে নিজের মনের কথা খুলে বলবেন। সকলেরই তো আশা থাকে নিজের প্রেমের কথা অন্য রকম ভাবে প্রকাশ করবেন, যাতে সেটি স্মরণীয় থাকে। আপনিও তার ব্যতিক্রম নন। আচ্ছা জলের তলায় খেতে খেতে যদি প্রেমিকাকে বলেন নিজের ভালবাসার কথা, তাহলে কেমন হয়? ভাবছেন মজা করছি। না একদম নয়। আপনার কথা ভেবেই তো ভরত ভট্ট নামে আমদাবাদের এক ব্যবসায়ী জলের তলায় তৈরি করেছেন এক আস্ত রেস্তোরাঁ।

খাদ্যরসিকদের জন্য তার দরজা ফ্রেব্রুয়ারি মাসের প্রথম দিনেই খুলে দিয়েছে রিয়েল পসেইডন নামে ওই রেস্তোরাঁটি। এক সঙ্গে ৩২ জন বসে খেতে পারবেন সেখানে। ইন্ডিয়ান, থাই, চাইনিজ এবং মেক্সিকান কুইজিন মিলবে অভিনব ওই রেস্তোরাঁটিতে। এটিই ভারতের প্রথম ডুবন্ত রেস্তারাঁ।

মাটি থেকে ২০ ফিট নীচে নেমে পৌঁছতে হবে সেখানে। বারোশো স্কোয়্যার ফিটের একটি ডাইনিং হলকে রেস্তোরাঁরূপে সাজানো হয়েছে। একটি সুড়ঙ্গের মধ্যে আছে রেস্তারাঁটি। সুড়ঙ্গটি জল দিয়ে ঘেরা। খেতে খেতে প্রায় ৪০০০ প্রজাতির মাছ দেখা যাবে। তবে শুধু চোখে দেখেই খান্ত হতে হবে। খেতে পারবেন না। কেন না সব পদই নিরামিষ।

এই সংক্রান্ত আরও খবর...

রেস্তোরাঁয় বিকিনি-বাহার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

restaurant underwater ahmedabad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE