ভারতের সঙ্গে সংঘাতের আর এক ফ্রন্ট খুলে দিল পাকিস্তান!
ইসলামাবাদে কমনওয়লেথ দেশগুলির স্পিকারদের সম্মেলন হওয়ার কথা আগামী সেপ্টেম্বরে। আয়োজক দেশ হিসেবে ভারতের অন্যান্য রাজ্যের স্পিকারদের আমন্ত্রণ জানালেও জম্মু-কাশ্মীরের স্পিকারকে বাদ দিয়েছে পাকিস্তান। এর কড়া প্রতিবাদ জানিয়ে ভারত ওই বৈঠক বয়কট করার কথা ঘোষণা করেছে আজ। শুধু তা-ই নয়, পাকিস্তানের হাত থেকে ওই সম্মেলন আয়োজনের অধিকার কেড়ে নেওয়ার দাবিতেও এ দিন সরব হয়েছে নয়াদিল্লি।
পাকিস্তানের উদ্দেশ্যটি ভারতের কাছে খুবই স্পষ্ট। প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর প্রসঙ্গ খুঁচিয়ে তোলাটা পাকিস্তানের বরাবরের নীতি। নিরাপত্তা পরিষদের আসন্ন বৈঠকেও তা করার আগে কাশ্মীর প্রসঙ্গে হাওয়া গরম করে রাখতে চাইছে তারা। সে কারণেই, ‘কাশ্মীর ভারতের অবচ্ছেদ্য অঙ্গ’— দিল্লির এই ঘোযিত অবস্থানকে ফের চালেঞ্জ জানিয়েছে ওই সম্মেলন আয়োজনের সুযোগ নিয়ে। পাকিস্তানের যুক্তি, কাশ্মীর যে-হেতু একটি ‘বিতর্কিত অঞ্চল’ তাই সেখানকার স্পিকারকে ডাকা হয়নি।