Advertisement
১৮ এপ্রিল ২০২৪

৩৬টি রাফাল কিনবে ভারত, ফরাসি প্রতিনিধিরা আসছেন মঙ্গলবার

ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত হওয়ার পথে। ৩৬টি যুদ্ধবিমানের দাম কত হবে, তা নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা সেরে ফেলতে ২৯ মার্চ ভারতে আসছেন ফরাসি প্রতিনিধিরা। এই বৈঠকে রাফাল যুদ্ধবিমানের দাম নিয়ে চলতে থাকা টানাপড়েন শেষ করতে আগ্রহী দু’পক্ষই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৬ ১৬:৫৬
Share: Save:

ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত হওয়ার পথে। ৩৬টি যুদ্ধবিমানের দাম কত হবে, তা নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা সেরে ফেলতে ২৯ মার্চ ভারতে আসছেন ফরাসি প্রতিনিধিরা। এই বৈঠকে রাফাল যুদ্ধবিমানের দাম নিয়ে চলতে থাকা টানাপড়েন শেষ করতে আগ্রহী দু’পক্ষই।

ফরাসি সংস্থা দসল্ট অ্যাভিয়েশনের কাছ থেকে রাফালের দু’টি স্কোয়াড্রন অর্থাৎ মোট ৩৬টি যুদ্ধবিমান কেনার কথা ভারতের। অনেক দিন ধরেই তা নিয়ে কথা চলছে দু’পক্ষের। এ বছর ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁ। ফরাসি প্রেসিডেন্টের সেই ভারত সফরেই রাফাল চুক্তি সই হয়ে যাবে বলে ধরে নেওয়া হয়েছিল। কিন্তু তা হয়নি। রাফালের দাম নিয়ে দু’পক্ষের মতের অমিলই তার কারণ। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর ৩৬টি রাফাল কেনার জন্য প্রথমে ৩৯ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু নির্মাতা সংস্থা ৫৯ হাজার কোটি টাকা চাইছে। ৪৭ হাজার কোটি টাকা খরচ করতে ভারত প্রস্তুত। কিন্তু ৩৬টি রাফালের দাম তার চেয়ে বেশি হলে ভারত রাফাল কিনবে না। সে ক্ষেত্রে ভারতকে যুদ্ধবিমান বিক্রি করতে ইচ্ছুক অন্য সংস্থাগুলির সঙ্গে আলোচনা শুরু করবে প্রতিরক্ষা মন্ত্রক। দসল্ট অ্যাভিয়েশন অবশ্য এই বরাত হাতছাড়া করতে চায় না। তাই দাম নিয়ে চূড়ান্ত আলোচনা করতে ২৯ মার্চই ফ্রান্স থেকে ভারতে পৌঁছচ্ছেন প্রতিনিধিরা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর এই আলোচনাতেই রফাসূত্রে পৌঁছে যাবে দু’পক্ষ।

আরও পড়ুন:

বঙ্গোপসাগর থেকে কে-৪ ছুড়েছে ভারত, উদ্বেগ প্রকাশ করল আমেরিকা

দু’টি ইঞ্জিন বিশিষ্ট রাফাল যুদ্ধবিমান ক্যানার্ড ডেল্টা-উইং সমৃদ্ধ বিমান। এই মাল্টি-রোল ফাইটার জেট বোয়িং সুপারহর্নেট, ইউরোফাইটার টাইফুন, লকহিড মার্টিনের এফ-১৬ ফাইটিং ফ্যালকন বা রুশ যুদ্ধবিমান মিগ-৩৫-এর চেয়েও ক্ষিপ্র এবং বিধ্বংসী। তাই বায়ুসেনায় ৩৬টি রাফাল এনে এক ধাক্কায় শক্তি অনেকটা বাড়িয়ে নিতে চায় ভারত। ভারতের হাতে এখন ৩৩ স্কোয়াড্রন যুদ্ধবিমান রয়েছে। এই শক্তি নিয়ে চিন বা পাকিস্তানের মতো যে কোনও একটি প্রতিপক্ষের মোকাবিলা করা সম্ভব। কিন্তু এক সঙ্গে দু’টি দেশের মোকাবিলা করা সম্ভব নয়। তার জন্য ভারতের হাতে ৪৪ স্কোয়াড্রন যুদ্ধবিমান থাকা জরুরি। রাফাল চুক্তি দ্রুত সেরে ফেলার ভারতের পক্ষেও তাই খুব জরুরি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rafale India France Deal French Team
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE