Advertisement
E-Paper

কী ভাবে জেলে রাখা হবে মাল্যকে, ভারত জানাচ্ছে ব্রিটেনকে

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির কাছ থেকে নেওয়া ৯ হাজার কোটি টাকা ঋণ-খেলাপের দায়ে মামলা রুজু হয়েছে ভারতের আদালতে। তার আগে থেকেই গ্রেফতারি এড়াতে ব্রিটেনে গা ঢাকা দিয়ে আছেন মাল্য।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৭ ১৫:০৬
শিল্পপতি বিজয় মাল্য।- সংগৃহীত

শিল্পপতি বিজয় মাল্য।- সংগৃহীত

ঋণখেলাপির দায়ে অভিযুক্ত বিশিষ্ট শিল্পপতি বিজয় মাল্যকে ভারতের হাতে তুলে দেওয়া হলে তাঁকে ভাল ভাবেই রাখা হবে মুম্বইয়ের আর্থার রোড জেলে। তাঁর নিরাপত্তার অভাব হবে না। বন্দি থাকার সময়ে মাল্যের মতো অভিযুক্তের মানবাধিকার সংক্রান্ত যে যে সুযোগসুবিধা পাওয়া উচিত জেলে, তার কোনওটা থেকেই তিনি বঞ্চিত হবেন না।

ভারতের হাতে মাল্যকে অবিলম্বে তুলে দেওয়ার আর্জি জানাতে গিয়ে ব্রিটেনের আদালতে এ কথাই বলা হবে ভারতের তরফে। ইতিমধ্যেই আইনজীবীর মাধ্যমে মাল্য লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটের আদালতে ভারতের জেলে তাঁর প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন। নিয়ম অনুযায়ী, ব্রিটেনে বন্দি বা অভিযুক্তরা যে সব মানবাধিকার পেয়ে থাকেন, সেই সব কিছু দেওয়ার আশ্বাস দিয়েই কোনও দেশ কারও প্রত্যর্পণের আর্জি জানাতে পারে।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির কাছ থেকে নেওয়া ৯ হাজার কোটি টাকা ঋণ-খেলাপের দায়ে মামলা রুজু হয়েছে ভারতের আদালতে। তার আগে থেকেই গ্রেফতারি এড়াতে ব্রিটেনে গা ঢাকা দিয়ে আছেন মাল্য।

আরও পড়ুন- ছেলে মুসলিম ধর্মগুরু! অবসাদে দাউদ

আরও পড়ুন- সফটওয়্যারই ধরিয়ে দিল গণধর্ষণের আসল অপরাধীকে​

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে শনিবার জানানো হয়েছে, তদন্ত ও মামলার শুনানির জন্য অভিযুক্ত মাল্যকে অবিলম্বে ভারতে নিয়ে আসা দরকার। তার জন্য ভারতের তরফে লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটের আদালতে যারা মামলা লড়ছে, সেই ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস)-এর মাধ্যমেই মাল্যের প্রত্যর্পণের আর্জি জানানো হবে। ৪ ডিসেম্বর ওই মামলার শুনানি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক পদস্থ কর্তা বলেছেন, লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটের আদালতকে জানানো হবে বিশ্বের উন্নত দেশগুলির মতো ভারতের জেলেও বন্দিদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়। মুম্বইয়ের আর্থার রোড জেলে মাল্যের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে। তাই ভারতের জেলে তাঁর জীবনহানির যে আশঙ্কা প্রকাশ করেছেন মাল্য, তা একেবারেই ‘অমূলক ও ভিত্তিহীন’।

Arthur Road Jai Vijay Mallya UK বিজয় মাল্য
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy