Advertisement
E-Paper

ব্রাসেলসের মতো বিস্ফোরণের আশঙ্কা রয়েছে এ দেশেও!

অত বড় বিস্ফোরণের ঘটনা ঘটল ব্রাসেলসে। আজ বাদে কাল এমন ঘটনা যে ভারতে ঘটবে না, তা কে বলতে পারে? দু’-একটা নয়। ভারতের অন্তত ২৭টা বিমানবন্দরে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় বিস্ফোরণের ঘটনা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৬ ১৮:২৮

অত বড় বিস্ফোরণের ঘটনা ঘটল ব্রাসেলসে।

আজ বাদে কাল এমন ঘটনা যে ভারতে ঘটবে না, তা কে বলতে পারে?

দু’-একটা নয়। ভারতের অন্তত ২৭টা বিমানবন্দরে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় বিস্ফোরণের ঘটনা।

কোনও নিরাপত্তার বালাই নেই ওই বিমানবন্দগুলিতে। নেই আমার আপনার জান-মানের ন্যূনতম মূল্য। নিশ্চয়তা। টাকা-পয়সার অভাবে!

মুম্বই হামলা। সংসদ ভবনে হানাদারি। গুজরাতে হামলা। পঠানকোট কাণ্ড। একের পর এক জঙ্গি হামলার ঘটনার পরেও ভারতের অন্তত ২৭টি বিমানবন্দর ও তার লাগোয়া এলাকাগুলো যেন জঙ্গিদের জন্য হাট করে খুলে দেওয়াই রয়েছে! বিমানবন্দরের নিরাপত্তা দেখভালের দায়িত্ব যাদের, সেই কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) ছিটেফোঁটাও নেই সেখানে! তার মধ্যে দিল্লি ও মুম্বই বিমানবন্দরও রয়েছে! রয়েছে নিরাপত্তার নিরিখে দেশের মোট ৮টি ‘হাইপার-সেনসিটিভ’ আর ১৯টি ‘সেনসিটিভ’ বিমানবন্দর। কেন নেই? কারণ, ওই বিমানবন্দরগুলিতে সিআইএসএফ রাখার খরচে কুলোতে পারছে না সরকার!

কেন্দ্রীয় পরিবহণ, পর্যটন ও সংস্কৃতি মন্ত্রকের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির রিপোর্টেই এই ভয়াবহ তথ্য দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বুড়ো বয়সেও বাইক নিয়ে স্টান্টবাজি! চমকে দেওয়া ভিডিও

Indian airports terrorist attack
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy