Advertisement
০৩ মে ২০২৪

ব্রাসেলসের মতো বিস্ফোরণের আশঙ্কা রয়েছে এ দেশেও!

অত বড় বিস্ফোরণের ঘটনা ঘটল ব্রাসেলসে। আজ বাদে কাল এমন ঘটনা যে ভারতে ঘটবে না, তা কে বলতে পারে? দু’-একটা নয়। ভারতের অন্তত ২৭টা বিমানবন্দরে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় বিস্ফোরণের ঘটনা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৬ ১৮:২৮
Share: Save:

অত বড় বিস্ফোরণের ঘটনা ঘটল ব্রাসেলসে।

আজ বাদে কাল এমন ঘটনা যে ভারতে ঘটবে না, তা কে বলতে পারে?

দু’-একটা নয়। ভারতের অন্তত ২৭টা বিমানবন্দরে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় বিস্ফোরণের ঘটনা।

কোনও নিরাপত্তার বালাই নেই ওই বিমানবন্দগুলিতে। নেই আমার আপনার জান-মানের ন্যূনতম মূল্য। নিশ্চয়তা। টাকা-পয়সার অভাবে!

মুম্বই হামলা। সংসদ ভবনে হানাদারি। গুজরাতে হামলা। পঠানকোট কাণ্ড। একের পর এক জঙ্গি হামলার ঘটনার পরেও ভারতের অন্তত ২৭টি বিমানবন্দর ও তার লাগোয়া এলাকাগুলো যেন জঙ্গিদের জন্য হাট করে খুলে দেওয়াই রয়েছে! বিমানবন্দরের নিরাপত্তা দেখভালের দায়িত্ব যাদের, সেই কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) ছিটেফোঁটাও নেই সেখানে! তার মধ্যে দিল্লি ও মুম্বই বিমানবন্দরও রয়েছে! রয়েছে নিরাপত্তার নিরিখে দেশের মোট ৮টি ‘হাইপার-সেনসিটিভ’ আর ১৯টি ‘সেনসিটিভ’ বিমানবন্দর। কেন নেই? কারণ, ওই বিমানবন্দরগুলিতে সিআইএসএফ রাখার খরচে কুলোতে পারছে না সরকার!

কেন্দ্রীয় পরিবহণ, পর্যটন ও সংস্কৃতি মন্ত্রকের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির রিপোর্টেই এই ভয়াবহ তথ্য দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বুড়ো বয়সেও বাইক নিয়ে স্টান্টবাজি! চমকে দেওয়া ভিডিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Indian airports terrorist attack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE