গুজরাতের সমুদ্রোপকূল থেকে শনিবার রাতে নৌকা-সহ পাকিস্তানের ১০ নাগরিককে গ্রেফতার করল উপকূলরক্ষী বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে রবিবার এ কথা জানানো হয়েছে।
মন্ত্রক সূত্রে খবর, রাতে টহল দিচ্ছিল উপকূলরক্ষীবাহিনী। রাতে ভারতীয় জলসীমায় একটি নৌকাকে সন্দেহজনক ভাবে ঘুরতে দেখায় তাদের পিছু নেয় বাহিনী। উপকূলরক্ষীবাহিনী দেখেই পালানোর চেষ্টা করছিল নৌকাটি। পিছু ধাওয়া করে ‘ইয়াসিন’ নামে নৌকাটিকে আটক করে তারা। নৌকার ১০ সওয়ারিকেও আটক করা হয়েছে। জানা গিয়েছে, নৌকাটি পাকিস্তানের। ভারতীয় জলসীমায় প্রায় ১১ কিলোমিটার ভিতরে ঢুকে এসেছিল বলে উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে।