E-Paper

হায়াশির সঙ্গে নাচতে চান না জয়শঙ্কর

ভারত সফররত জাপানের বিদেশমন্ত্রী ইয়োসিমাসা হায়াশি এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যৌথ সাংবাদিক সম্মেলন করেন যথেষ্ট লঘু মেজাজেই। হায়াশি বলেন, ‘‘আমার প্রিয় ভারতীয় সিনেমা আরআরআর।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৩ ০৯:২০
An image of S Jaishankar

এস জয়শঙ্কর। —ফাইল চিত্র।

অস্কারজয়ী ‘নাটু নাটু’ গানের সঙ্গে তাল মিলিয়ে কোমর দোলাবেন কি না, এমন প্রশ্ন সরাসরি উড়ে এল এস জয়শঙ্করের দিকে! ভারত-জাপান বিদেশমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের পরে এমন লঘু মুহূর্ত তৈরি হল আজ। সেই সঙ্গে সম্পর্কের পারস্পরিক রসায়নও সামনে চলে এল বলে মনে করছে কূটনৈতিক শিবির। ভারত সফররত জাপানের বিদেশমন্ত্রী ইয়োসিমাসা হায়াশি এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ যৌথ সাংবাদিক সম্মেলন করেন যথেষ্ট লঘু মেজাজেই। হায়াশি বলেন, ‘‘আমার প্রিয় ভারতীয় সিনেমা আরআরআর। আর প্রিয় অভিনেতা রামচরণ।’’

এর পরই জয়শঙ্করকে দেখিয়ে তিনি বলেন, ‘‘ওকে আমার অনেকটা ও রকমই লাগছে।’’ পাল্টা সাংবাদিক প্রশ্ন করেন, ‘‘তা হলে কি আপনারা দু’জন এক সঙ্গে নাটু নাটু গানে কোমর দোলাবেন?’’ জবাবে জয়শঙ্কর মজার ছলে বলেন, ‘‘না না আমি কিছুতেই ওঁর সঙ্গে নাচব না।’’ অট্টহাসিতে ফেটে পড়েন উপস্থিত সকলে।আজ দ্বিপাক্ষিক বৈঠকের পরে হায়াশি জানিয়েছেন, উন্মুক্ত ও উদার ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বার্থে ভারত এবং জাপান অপরিহার্য অংশীদার। নয়াদিল্লির সঙ্গে এই ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে চায় টোকিয়ো। তিনি জানান, ভারতের সঙ্গে প্রযুক্তি, পরিবেশ, সন্ত্রাসবাদ মোকাবিলার মতো ক্ষেত্রগুলিতে হাতে হাত মিলিয়ে কাজ করতে চায় জাপান। অন্য দিকে, জাপানকে ভারতের সহজাত অংশীদার হিসাবে বর্ণনা করেছেন জয়শঙ্কর।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

S jaishankar Indian Foreign Ministry India Japan

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy