Advertisement
E-Paper

এনএসজি: চিনকে কটাক্ষ ছুড়ে অন্য সদস্যদের ধন্যবাদ দিল ভারত

এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তি আপাতত আটকে গেলেও, লড়াই জারি থাকছে। জানিয়ে দিল বিদেশ মন্ত্রক। ৪৮টি দেশের সংগঠনে ভারতের পক্ষে বিপুল সমর্থন তৈরি হয়েছে বলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ শুক্রবার জানিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০১৬ ২২:৪০
বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ।

এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তি আপাতত আটকে গেলেও, লড়াই জারি থাকছে। জানিয়ে দিল বিদেশ মন্ত্রক। ৪৮টি দেশের সংগঠনে ভারতের পক্ষে বিপুল সমর্থন তৈরি হয়েছে বলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ শুক্রবার জানিয়েছেন। চিনের নাম করলেও তাদের ভূমিকায় যে ভারত অসন্তুষ্ট তা এ দিন বুঝিয়ে দেওয়া হয়েছে ভারতের তরফে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, একটি দেশ ক্রমান্বয়ে বাধা দিতে থাকা সত্ত্বেও ভারতের পক্ষে সমর্থন যে ভাবে বাড়ছে তা ইতিবাচক।

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে স্পষ্ট, চিনের ভূমিকায় ভারত অসন্তুষ্ট। বিকাশ স্বরূপ বলেছেন, ‘‘শুধুমাত্র একটি দেশ অবিরাম পদ্ধতিগত বাধা তৈরি করা সত্ত্বেও এনএসজিতে ভবিষ্যতে অন্যান্য দেশের অন্তর্ভুক্তির প্রশ্নে দীর্ঘ তিন ঘণ্টা আলোচনা হয়েছে। যাঁরা বৈঠকে ছিলেন তাঁদের মধ্যে বিপুল সংখ্যায় ভারতের প্রতি সমর্থন দেখা গিয়েছে। আমরা তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি, এই বিরাট সমর্থনভিত্তিই ভারতকে এগিয়ে নিয়ে যাবে।’’

দেখুন গ্যালারি: এনএসজিতে ভারতের বিরোধিতায় কোন দেশগুলি? দেখে নিন

চিনকে অন্য রকম বার্তাও এ দিন দিতে চেয়েছে বিদেশ মন্ত্রক। বিবৃতির শুরুতেই ভারতের তরফে বলা হয়েছে, ‘‘ভারত এনএসজির প্লেনারি বৈঠকের কক্ষে উপস্থিত ছিল না ঠিকই। কিন্তু আমাদের যে সব মিত্র ও শুভাকাঙ্খীরা সেখানে উপস্থিত ছিলেন, তাঁদের মাধ্যমে আমরা জেনেছি, এনএসজিতে নতুন সদস্যের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা হয়েছে।’’ বিবৃতির শুরুতেই বিকাশ স্বরূপের এই মন্তব্য আসলে চিনের প্রতি কটাক্ষ, বলছে কূটনৈতিক মহল। চিন একাধিক বার বলেছে, ভারতের দাবি নিয়ে সোলে কোনও আলোচনা হবে না। এনএসজির প্লেনারি অধিবেশনে নতুন সদস্যের অন্তর্ভুক্তি নিয়ে কখনও আলোচনা হয় না বলেও চিন জানিয়েছিল। তা সত্ত্বেও যে সোলের বৈঠকে ভারতের অন্তর্ভুক্তির ইস্যু উঠল, তা নিয়ে দীর্ঘ তিন ঘণ্টা আলোচনা হল এবং ভারতের পক্ষে বিরাট সমর্থন তৈরি হল, তা আসলে চিনের মুখ পুড়িয়েছে বলেই মনে করছে ভারতের বিদেশ মন্ত্রক।

আরও পড়ুন: এনএসজি বৈঠকে প্রবল বাধা চিনের, ভারতের অন্তর্ভুক্তি ঝুলেই রইল

জলবায়ু পরিবর্তন রুখতে কার্বন নির্গমনের পরিমাণ কমানোর যে চেষ্টা বিশ্বজুড়ে শুরু হয়েছে, তার স্বার্থেই ভারতকে এনএসজি সদস্য করে নেওয়া উচিত বলে বিকাশ স্বরূপ এ দিন মন্তব্য করেন। বিবৃতিতে তিনি জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ উৎপাদনের অন্তত ৪০ শতাংশ ভারত পেতে চাইছে খনিজ জ্বালানি ব্যবহার না করে। প্যারিসের জলবায়ু সম্মেলনে যে সব সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তা মানতে হলে ভারতকে আরও বেশি পরিমাণে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের সুযোগ দেওয়া উচিত বলে ভারতের তরফে জানানো হয়েছে। সেই কারণেই এনএসজিতে ভারতের দ্রুত অন্তর্ভুক্তি জরুরি বলে বিকাশ স্বরূপ জানিয়েছেন।

NSG Issue Vikash Swarup MEA India Issues Statement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy