‘স্নেকস অন আ প্লেন’! না, হলিউডের অভিনেতা স্যামুয়েল জ্যাকসনের ছবিতে নয়! তাইল্যান্ড থেকে মুম্বইগামী বিমানে!
রবিবার রাতে তাইল্যান্ড থেকে মুম্বই বিমানবন্দর নেমেছিলেন এক ভারতীয় নাগরিক। তাঁর ‘চেকড্ ইন লাগেজ’-এ ছিল ৪৭টি বিষধর সাপ এবং পাঁচটি ‘এশিয়ান লিফ টার্টল’ জাতীয় কচ্ছপ। তবে তাইল্যান্ডে বিমানবন্দর কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়েই সাপগুলি নিয়ে বিমানে উঠতে পারলেও মুম্বইয়ে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা আধিকারিকদের নজর এড়াতে পারেননি তিনি।
আরও পড়ুন:
সাপগুলি চিহ্নিত করার পরেই গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। শুল্ক দফতর জানিয়েছে, ধৃত ব্যক্তি ভারতীয় নাগরিক। বন্যপ্রাণ চোরাচালানের অভিযোগে মামলা উদ্ধার হওয়া সাপগুলির মধ্যে রয়েছে তিনটি অতি বিষধর ‘স্পাইডার-টেইল্ড হর্নড ভাইপা়র’ এবং ৪৪টি বিষধর ইন্দোনেশিয়ান পিট ভাইপার। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এই ঘটনার নেপথ্যে আন্তর্জাতিক চোরাচালান চক্রের যোগাযোগ রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।