হিন্দু সংস্কৃতির সৌজন্যে ভারতীয় মুসলিমরা বিশ্বের অন্যান্য জায়গার তুলনায় ভাল আছেন। শনিবার ওড়িশার এক সভা থেকে এমন দাবিই করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত।
বিভিন্ন রাজ্যে ঘুরে মোহন ভাগবত বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন। শনিবার ওড়িশায় আয়োজিত এমনই একটি সভায় তাঁর বক্তব্য, ‘হিন্দু’ কোন ধর্ম বা ভাষা নয়। রাষ্ট্রের নামের সঙ্গেও এর কোনও সম্পর্ক নেই। হিন্দু হল একটি সংস্কৃতি। গোটা দেশের সমস্ত বাসিন্দাই এই সংস্কৃতির অংশ।
কোন যুক্তিতে ভারতীয় মুসলিমদের ‘সুখী’ বলছেন সঙ্ঘপ্রধান? তাঁর কথায়, ‘‘অতীতে ভবঘুরে ইহুদিদের জায়গা দিয়েছে ভারত। ঠাঁই হয়েছে পার্সিদের। এর কারণ ওই হিন্দু সংস্কৃতি। ঠিক একই ভাবে হিন্দু ভাবাদর্শের সৌজন্যেই ভারতে অন্যান্য জায়গার তুলনায় ভাল রয়েছেন মুসলমানরা।’’