Advertisement
E-Paper

স্টেশনের বাইরে হবে ‘ওয়েটিং রুম’, সংরক্ষিত টিকিট ছাড়া প্রবেশ নিষেধ! ভিড় নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ

নয়াদিল্লি, আনন্দ বিহার, বারাণসী, অযোধ্যা এবং পটনা স্টেশনে ইতিমধ্যেই ভিড় নিয়ন্ত্রণের জন্য ‘পাইলট প্রজেক্ট’ শুরু হয়েছে। তার ফলাফলের উপর ভিত্তি করেই, পরবর্তী কালে ধাপে ধাপে দেশের মোট ৬০টি স্টেশনে নতুন নিয়ম চালু করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ১৯:১১
Indian Railways plans new crowd control steps across India

উচ্চ পর্যায়ের বৈঠকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ছবি: পিটিআই।

স্টেশনে যাত্রীদের অতিরিক্ত ভিড় কিংবা ট্রেন ধরার জন্য হুড়োহুড়ি— এমন নানা কারণেই ঘটে যেতে পারে দুর্ঘটনা। বিশেষত, উৎসবের মরসুমে। সম্প্রতি নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনার পরই প্রশ্নের মুখে পড়েছে যাত্রীসুরক্ষা। সেই সব বিষয় মাথায় রেখেই স্টেশনগুলিতে যাত্রী নিয়ন্ত্রণের ক্ষেত্রে আরও কড়া হচ্ছে ভারতীয় রেল।

যাত্রী নিয়ন্ত্রণ করতে কী কী পদক্ষেপ করা যায়, তা নিয়ে আলোচনা করতেই শুক্রবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই বৈঠকেই বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে দেশের বড় বড় স্টেশনগুলির বাইরে যাত্রীদের জন্য ‘ওয়েটিং রুম’ তৈরি করা হবে। গন্তব্যের ট্রেন স্টেশনে আসার আগেই কেবল সংশ্লিষ্ট যাত্রীরা স্টেশনে প্রবেশের অনুমতি পাবেন।

নয়াদিল্লি, আনন্দ বিহার, বারাণসী, অযোধ্যা এবং পটনা স্টেশনে ইতিমধ্যেই ভিড় নিয়ন্ত্রণের জন্য ‘পাইলট প্রজেক্ট’ শুরু হয়েছে। তার ফলাফলের উপর ভিত্তি করেই, পরবর্তী কালে ধাপে ধাপে দেশের মোট ৬০টি স্টেশনে নতুন নিয়ম চালু করা হবে। নতুন নিয়মে, স্টেশনগুলিতে যাত্রীদের প্রবেশাধিকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে রেল। শুধুমাত্র নিশ্চিত হওয়া সংরিক্ষিত টিকিট থাকা যাত্রীরাই স্টেশনে প্রবেশের অনুমতি পাবেন।

এ ছাড়াও, স্টেশনগুলির ফুটব্রিজ সম্প্রসারণ করা হবে। ফুটব্রিজগুলি চওড়ায় ১২ মিটার এবং ৬ মিটার করার পরিকল্পনা। শুধু তা-ই নয়, স্টেশনে এবং তার বাইরে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বসানো হবে। প্রত্যেকটি প্রধান স্টেশনে এক জন করে স্টেশন ডিরেক্টর রাখার ব্যবস্থাও করা হচ্ছে। প্রয়োজনে ভিড় নিয়ন্ত্রণে যাবতীয় সিদ্ধান্ত তিনিই নেবেন।

উল্লেখ্য, মহাকুম্ভের সময় দেশের একাধিক স্টেশনে ভিড়ের কারণে বিশৃঙ্খলা দেখা গিয়েছে। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনা ঘটে। গত ১৫ ফেব্রুয়ারি নয়াদিল্লি স্টেশনে কুম্ভমেলার পুণ্যার্থীদের ভিড়ে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। তাতে মহিলা ও শিশু-সহ মোট ১৮ জন যাত্রীর মৃত্যু হয়। তার পরই নড়েচড়ে বসে রেল। সেই আবহেই এ বার দেশের ৬০টি স্টেশনে যাত্রী নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ করছে রেল।

Crowd Management Indian Railway
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy