Advertisement
১৭ মে ২০২৪
National news

চেন্নাইয়ের কাছে আইপিএল এখন বিড়ম্বনা, তোপ রজনীকান্তের

কাবেরী জলবন্টনে কেন্দ্রের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ তুলে রবিবার চেন্নাইয়ের প্রতিবাদ স্থল বলে পরিচিত ‘ভাল্লুভার কোত্তাম’-এ প্রতিবাদ সভার আয়োজন করেছিল তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত মানুষজন। এই কর্মসূচিতে রজনীর মতো উপস্থিত ছিলেন রাজনীতিতে যোগ দেওয়া আর তামিল তারকা কমল হাসন-ও

রজনীকান্ত। ছবি: পিটিআই।

রজনীকান্ত। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৮ ১৫:২৮
Share: Save:

দেশ জুড়ে আইপিএল নিয়ে মাতামাতি শুরু হয়ে গেল। আর শুরুতেই উল্টো সুর চলচ্চিত্রের জগত থেকে রাজনীতির ময়দানে পা রাখা রজনীকান্তের। তাঁর মতে, কাবেরী জলবন্টন নিয়ে প্রতিবাদ-আন্দেলনের মাঝে আইপিএল-এর খেলা চেন্নাইয়ের কাছে স্রেফ বিড়ম্বনা ছাড়া আর কিছু নয়। শনিবারই চেন্নাই-মুম্বই ম্যাচ দিয়ে শুরু হয়েছে চলতি মরশুমের আইপিএল। তবে চেন্নাইয়ের মাটিতে আইপিএলের প্রথম ম্যাচ হবে আগামী মঙ্গলবার, ১০ এপ্রিল।

আইপিএল বয়কটের ডাক না দিলেও রজনীকান্ত বলেন, ‘‘কাবেরী জলবণ্টন ম্যানেজমেন্ট বোর্ড গঠনের দাবিতে গোটা তামিলনাড়ু জুড়েই আন্দোলন ছড়িয়ে পড়েছে। বোর্ড না গড়লে কেন্দ্রকে তামিলনাড়ুবাসীদের ক্ষোভের মুখে পড়তে হবে। এই অবস্থায় আইপিএল নিয়ে ভাবার মতো অবস্থায় নেই তামিলনাড়ু।’’ তবে তিনি ঠিক কি চাইছেন? সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে রজনীকান্তের দাবি, ‘‘হয় চেন্নাই থেকে খেলা সরিয়ে দেওয়া উচিত। নয়ত তা স্থগিত রাখা হোক।’’ যদি তার পরেও খেলা চলে, তবে চেন্নাই সুপার কিঙ্গসের ক্রিকেটাররা প্রতিবাদে কালো ব্যাজ পড়ে মাঠে নামুন বলেও আর্জি রেখেছেন রজনী।

কাবেরী জলবন্টনে কেন্দ্রের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ তুলে রবিবার চেন্নাইয়ের প্রতিবাদ স্থল বলে পরিচিত ‘ভাল্লুভার কোত্তাম’-এ প্রতিবাদ সভার আয়োজন করেছিল তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত মানুষজন। এই কর্মসূচিতে রজনীর মতো উপস্থিত ছিলেন রাজনীতিতে যোগ দেওয়া আর তামিল তারকা কমল হাসন-ও। জমায়েতে আসার জন্য নিজের পোয়েজ গার্ডেনের বাড়ি থেকে বেরোনোর মুখেই সাংবাদিকদের সামনে নিজের মতামত তুলে ধরেন রজনী।

আরও পড়ুন: ইমপিচে লাভ নেই: চেলমেশ্বর

আরও পড়ুন: ‘নির্যাতনের মুখে দলিতরা’, বিজেপি সাংসদের টুইটে অস্বস্তিতে মোদী

কাবেরীর জল নিয়ে তামিলনাড়ু এবং কর্নাটকের বিবাদ মেটানোর জন্য গত ১৬ ফেব্রুয়ারি কেন্দ্রকে বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়সীমা ২৯ মার্চ শেষ হয়ে গিয়েছে। কিন্তু এখনও বোর্ড গঠন না হওয়ায় ডিএমকে, এআইএডিএমকে-সহ তামিলনাড়ুর সমস্ত দল আলাদা করে প্রতিবাদ আন্দোলনে নেমেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা— রজনীকান্ত যেহেতু রাজনৈতিক দল গড়ে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দিতা করার সিদ্ধান্ত নিয়েছেন, তাই তিনিও এই ইস্যুতে পিছিয়ে থাকতে রাজি নন।

এ দিনের প্রতিবাদ সভায় রজনীকান্ত, কমন হাসান ছাড়াও হাজির ছিলেন দক্ষিণী সিনেমার বেশ কয়েকজন নামকড়া চলচ্চিত্র তারকা। ছিলেন সুরকার ইলিয়ারাজা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE