ঢিলের বদলে পাটকেল পাকিস্তানের। চরবৃত্তির দায়ে হাতেনাতে ধরা পড়ার পর নয়াদিল্লির পাক দূতাবাসের কর্মীকে ভারত সরকার পাকিস্তান ফেরার নির্দেশ দিতেই, ইসলামাবাদও প্রতিক্রিয়া দেখাল একই ভঙ্গিতে। সেখানকার ভারতীয় দূতাবাসের এক কর্মীকে অবিলম্বে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হল।
পাকিস্তানের বিদেশ মন্ত্রক বৃহস্পতিবার ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে। ভারতীয় দূতাবাসের কর্মী সুরজিৎ সিংহ পাকিস্তানে যে কার্কলাপ চালাচ্ছেন তা কূটনৈতিক রীতিনীতির পরিপন্থী বলে ভারতীয় রাষ্ট্রদূতকে জানানো হয়। সুরজিৎ সিংহকে অনাকাঙ্খিত ব্যক্তি আখ্যা দিয়ে পাক বিদেশ মন্ত্রক জানিয়েছেন, ২৯ অক্টোবরের মধ্যে সপরিবার পাকিস্তান ছাড়তে হবে।
বৃহস্পতিবার নয়াদিল্লির পাক দূতাবাসের এক কর্মী চরবৃত্তির দায়ে দিল্লির চিড়িয়াখানা থেকে হাতেনাতে ধরা পড়েছেন। রাজস্থান থেকে আসা দুই ব্যক্তির কাছ থেকে তিনি ভারতীয় সেনা সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ করার সময় ধরা পড়েন। এই ঘটনার পর নয়াদিল্লিতে নিযুক্ত পাক রাষ্ট্রদূত আব্দুল বাসিতকে ডেকে পাঠিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়ে দেয়, চরবৃত্তির দায়ে ধরা পড়া পাক কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে। ভারতীয় বিদেশ মন্ত্রকের এই নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামাবাদও এক ভারতীয় কূটনীতিককে পাকিস্তান ছাড়ার নির্দেশ দিল।
আরও পড়ুন: দূতাবাসে বসে গুপ্তচরবৃত্তি! পাক কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা দিল্লির