Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Jaish-e-Mohammed

দিল্লিতে গ্রেফতার জইশ জঙ্গি, ‘বিতর্কিত’ পুরোহিতকে খুনের পরিকল্পনা, জানিয়েছে পুলিশ

পুলিশ সূত্রে খবর, রবিবার পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় ওই জঙ্গিকে। তার নাম জান মহম্মদ দার।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ মে ২০২১ ১৯:৪৯
Share: Save:

দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর এক সদস্য। পুলিশ জানিয়েছে, দাসনা দেবী মন্দিরের পুরোহিত স্বামী যতি নরসিংহানন্দকে খুনের পরিকল্পনা নিয়ে দিল্লি এসেছিল সে।

পুলিশ সূত্রে খবর, রবিবার পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় ওই জঙ্গিকে। তার নাম জান মহম্মদ দার। তার কাছ থেকে গেরুয়া বস্ত্র, কুমকুম প্রভৃতি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। সেই বস্ত্র পরে ছদ্মবেশে সাধুর দলে ঢুকে তাঁকে খুনের পরিকল্পনা ছিল জানের। সম্প্রতি নবি হজরত মহম্মদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করেছিলেন নরসিংহানন্দ। সেই কারণেই তাঁকে খুনের পরিকল্পনা করেছিল জইশ, এমনটাই ধারণা পুলিশের।

তল্লাশির সময় জানের কাছ থেকে একটি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ জনিয়েছে, জেরায় নিজের অপরাধ স্বীকার করেছে জান। এই মুহূর্তে তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছে দিল্লি পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Terrorist arrested Jaish-e-Mohammed
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE