রক্তপাত অব্যাহত জম্মু কাশ্মীরে। শিবার সকালে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে সেখানে এক জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
জঙ্গিরা লুকিয়ে আছে খবর পেয়ে শনিবার সকালে শোপিয়ানের জাইনাপোরা এলাকার চেরমার্গে হানা দেয় সেনা। তল্লাশি অভিযান চলাকালীন শুরু হয় গুলির লড়াই। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, গুলির লড়াইয়ে ইতিমধ্যেই এক জঙ্গির মৃত্যু হয়েছে। এখনও চলছে গুলির লড়াই।
Encounter had started at Chermarg, Zainapora area of Shopian. Police and security forces are on the job. Further details shall follow: Kashmir Zone Police#JammuAndKashmir
— ANI (@ANI) February 19, 2022
এ সপ্তাহের শুরুতেই ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)’-এর চার সদস্যকে শ্রীনগর থেকে গ্রেফতার করা হয়। তার পরই এই গুলির লড়াইয়ের ঘটনা। পুলিশ মনে করছে, চেরমার্গে এখনও কিছু জঙ্গি লুকিয়ে থাকতে পারে।