Advertisement
E-Paper

ছররা বন্ধে সায় নয়

ছররা বন্দুক ব্যবহার নিষিদ্ধ করতে রাজি হল না জম্মু-কাশ্মীর হাইকোর্ট। উপত্যকায় বিক্ষোভ ঠেকাতে নিরাপত্তা বাহিনীর এই ধরনের বন্দুক ব্যবহার নিয়ে বহু দিন বিতর্ক চলছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৪৮

ছররা বন্দুক ব্যবহার নিষিদ্ধ করতে রাজি হল না জম্মু-কাশ্মীর হাইকোর্ট। উপত্যকায় বিক্ষোভ ঠেকাতে নিরাপত্তা বাহিনীর এই ধরনের বন্দুক ব্যবহার নিয়ে বহু দিন বিতর্ক চলছে। গত দু’মাসেরও বেশি সময় ধরে কাশ্মীরে চলা বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ছররা গুলিতে আহত বহু সাধারণ নাগরিক দৃষ্টি হারিয়েছেন। মৃত্যুও হয়েছে বেশ কয়েক জনের।

এই অবস্থায় কাশ্মীর হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন ছররা ব্যবহার নিষিদ্ধ করতে আবেদন জানিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি এন পল বসন্তকুমার এবং বিচারপতি আলি মহম্মদ সেই অনুরোধ খারিজ করেছেন। হাইকোর্টের বক্তব্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গত ২৬ জুলাই এ নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। সেই কমিটি ঠিক করবে, অশান্ত কাশ্মীর উপত্যকায় ছররা ব্যবহার হবে কি না। যদি ছররা নিষিদ্ধও হয়, তখন নিরাপত্তা বাহিনী কী অস্ত্র ব্যবহার করবে, তা-ও ঠিক করবে ওই কমিটি। বিচারপতিরা বলেন, ‘‘ওই রিপোর্ট জমা পড়া ও তার ভিত্তিতে সরকারি পদক্ষেপের আগে ছররা বন্দুক চূড়ান্ত পরিস্থিতিতে ব্যবহারের উপরে আমরা নিষেধাজ্ঞা চাপাতে চাই না।’’ আদালত বলেছে, অশান্ত জমায়েতের হিংসা যত দিন থাকবে, তত দিন বলপ্রয়োগ অনিবার্য। বার অ্যাসোসিয়েশনের আবেদনে যে অফিসারেরা বিক্ষোভ ছত্রভঙ্গ করতে ছররা ব্যবহারের নির্দেশ দিয়েছেন, তাঁদেরও বিচারের অনুমতি চাওয়া হয়েছিল। সেই আর্জিও খারিজ করে কোর্ট। তবে ছররায় আহতদের চিকিৎসার সুবন্দোবস্ত যাতে করা
হয়, সে দিকে লক্ষ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Jammu And Kashmir High Court Ban Pellet Guns Government
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy