Advertisement
০৩ মে ২০২৪
Rajasthan

থানার আলমারি থেকে টাকা, গয়না উধাও! পুলিশকর্মীদেরই কাঠগড়ায় তুলছেন প্রাক্তন সাব ইনস্পেক্টর

অভিযোগপত্রে ওই প্রাক্তন সাব ইনস্পেক্টর উল্লেখ করেছেন যে, ৯.৮৫ লক্ষ টাকার গয়না ও নগদ ১.৫০ লক্ষ টাকা ওই আলমারিতে তিনি রেখেছিলেন। পরে আলমারি খুলে দেখেন, সব উধাও হয়ে গিয়েছে।

এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
জয়পুর শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২২ ০৯:২৫
Share: Save:

চুরির ঘটনায় পুলিশকেই সন্দেহ পুলিশের! রাজস্থানের একটি থানা থেকে ১১ লক্ষ টাকারও বেশি গয়না ও নগদ টাকা চুরির অভিযোগ করলেন এক পুলিশকর্মী। থানার আলমারি থেকে চুরির ঘটনায় দায়ের হয়েছে এফআইআর।

সংবাদ সংস্থা সূত্রে খবর, গত জুলাই মাসে গুমানপুরা থানা থেকে অবসর নেন রামকরন নাগর নামেএক সাব-ইনস্পেক্টর । প্রয়াত স্ত্রীর গয়না ও নগদ টাকা থানার আলমারিতে রেখেছিলেন। যে ঘরে ওই আলমারিটি রাখা রয়েছে, সেখানে সবসময় পাহারা দেন পুলিশকর্মীরা। তার পরও কী ভাবে চুরি হল, এ নিয়ে প্রশ্ন করেছেন ওই প্রাক্তন সাব-ইন্সপেক্টর।

গত ১৬ জুলাই থানার ওই আলমারি খুলে তিনি দেখেন, নগদ টাকা ও গয়না উধাও। এর পরই থানায় তিনি অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে উল্লেখ করেন যে, ৯.৮৫ লক্ষ টাকার গয়না ও নগদ ১.৫০ লক্ষ টাকা ওই আলমারিতে তিনি রেখেছিলেন। ওই ঘরে যাঁরা পাহারা দিচ্ছিলেন, সেই পুলিশকর্মীদের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ওই প্রাক্তন সাব ইনস্পেক্টর। তাঁর অভিযোগকে প্রথমে পাত্তা দেওয়া হয়নি বলে দাবি করেছেন অভিযোগকারী।

যদিও অভিযোগ গ্রহণে কোনও বিলম্ব হয়নি বলে দাবি করেছেন ডিএসপি অঙ্কিত জৈন। তিনি বলেছেন, ‘‘দু’দিন আগেই ব্যাপারটি নজরে আসে।গত বুধবার রাতে অভিযোগ দায়ের করা হয়েছে।’’ চুরির ঘটনায় আট থেকে ১০ জন পুলিশকর্মীর উপর সন্দেহ করেছেন প্রাক্তন সাব ইনস্পেক্টর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rajasthan national news
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE