Advertisement
০৬ মে ২০২৪

প্রতিবাদেই ইস্তফা চন্দ্রশেখরের

ক্যাম্পাসে হামলাকে অভূতপূর্ব ও উদ্বেগজনক বলে আখ্যা দিয়ে তাঁর মন্তব্য, ‘‘এই ঘটনা থেকে স্পষ্ট যে, আমরা এখন অন্য এক জগতে বাস করছি।’’

সি পি চন্দ্রশেখর।

সি পি চন্দ্রশেখর।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২০ ০১:৫০
Share: Save:

সরকারি পরিসংখ্যানে যাতে আস্থা ফেরে, তার জন্য নতুন পরিসংখ্যান কমিটি তৈরি করেছিল মোদী সরকার। কিন্তু জেএনইউ-তে ছাত্রছাত্রীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে সেই কমিটি থেকে পদত্যাগ করেছেন জেএনইউ-এর অর্থনীতির অধ্যাপক সি পি চন্দ্রশেখর। তার ফলে নতুন তৈরি পরিসংখ্যান কমিটির কাজ কী ভাবে এগোবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মোদী জমানায় বারবার সরকারি পরিসংখ্যান ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে দেশের প্রথম মুখ্য পরিসংখ্যানবিদ প্রণব সেনের নেতৃত্বে আর্থিক পরিসংখ্যান বিষয়ক একটি স্থায়ী কমিটি তৈরি হয়। চন্দ্রশেখর তার সদস্য ছিলেন। কিন্তু সোমবার ই-মেল পাঠিয়ে তাঁর পদত্যাগের কথা জানিয়ে চন্দ্রশেখর বলেন, এই কমিটির পক্ষে পরিসংখ্যান ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা মুশকিল। কারণ রাজনৈতিক চাপে কমিটির স্বাধীনতা খর্ব হয়েছে। এর উপরে জেএনইউ-এর ঘটনায় তিনি গোটা ব্যবস্থার উপরে আস্থা হারিয়ে ফেলেছেন। ক্যাম্পাসে হামলাকে অভূতপূর্ব ও উদ্বেগজনক বলে আখ্যা দিয়ে তাঁর মন্তব্য, ‘‘এই ঘটনা থেকে স্পষ্ট যে, আমরা এখন অন্য এক জগতে বাস করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

JNU JNU Violence C P Chandrasekhar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE