চোরাপথে মদ পাচারকারীদের হাতে নিগৃহীত হলেন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাংবাদিক শুভম শ্রীবাস্তব। ৭ নভেম্বর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়াতে। এক্স হ্যান্ডলে পোস্ট করে রাজ্যের আর এক সাংবাদিক পিউশ রাই বিষয়টি প্রকাশ্যে এনেছেন।
২০১৫ সালে বিধানসভা নির্বাচনে জেতার পরেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যে মদ নিষিদ্ধ করেন। কিন্তু এই দশ বছরে প্রতিদিনই চোরাচালানকারীদের হাত ধরে উত্তরপ্রদেশ সীমান্তের বালিয়া থেকে বিহারে মদ পাচার হয়ে চলেছে বলে অভিযোগ। পিউশ জানিয়েছেন, লখনউয়ে কর্মরত শুভমকে সেই ঘটনা নিয়ে একটি প্রতিবেদন লেখার জন্য সম্প্রতি বালিয়ায় পাঠানো হয়েছিল। তিনি আরও জানিয়েছেন, প্রতিবেদনের তথ্য সংগ্রহের সময়ে চোরাচালানকারীরা শুভমকে হেনস্থা করে। এমনকী ফোনে তোলা চোরাপথে মদ পাচারের বেশ কিছু ভিডিয়ো মুছে ফেলতে বাধ্য করে চোরাচালানকারীরা।
ঘটনার পরে পুলিশের কাছে এফআইআর দায়ের করেন শুভম। সেই অভিযোগের একটি প্রতিলিপি এক্সে পোস্ট করেছেন পিউশ। শুভম সেই অভিযোগপত্রে জানিয়েছেন, ৭ নভেম্বর সকাল ৯টা নাগাদ স্থানীয় এক ব্যক্তির সঙ্গে সুরেমানপুরের বিদেশি মদের দোকানে যান তিনি। পরে সানি সিংহ নামে গনহিয়া ছাপড়ার এক বাসিন্দার সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। সানি তাঁকে জানান, উত্তরপ্রদেশ থেকে বিহারে মদ নিয়ে ট্রেনে যাতায়াতের জন্য আরপিএফ এবং জিআরপি প্রত্যেকের কাছে ১২০০ টাকা করে নিয়ে থাকে। শুভম সেই সব কথা তাঁর ফোনে রেকর্ড করে নিয়েছিলেন।
এর ঘণ্টাখানেক পরে সম্ভবত শুভমের পরিচয় এবং তাঁর সেই এলাকায় আসার উদ্দ্যেশ্য জানতে পারে সানি। দলবল নিয়ে চড়াও হয় শুভমের উপরে। এফআইআরে শুভম জানিয়েছেন, সানির দলবল তাঁর ফোন কেড়ে নেয়। তারা গালিগালাজ করে এবং খুনের হুমকি দেয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)