মঙ্গলবার আতিক আহমেদ-সহ ৩ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেন বিচারক দীনেশচন্দ্র শুক্ল। ছবি: পিটিআই।
উত্তরপ্রদেশের রাজনীতিক আতিক আহমেদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে প্রয়াগরাজের বিচারকের নিরাপত্তা বৃদ্ধি করা হল। তাঁকে ওয়াই-প্লাস সুরক্ষা দেওয়া হয়েছে। আতিকদের বিরুদ্ধে সাজা শোনানোয় ওই বিচারককে হুমকি দেওয়া হতে পারে আশঙ্কা করা হচ্ছে বলে সংবাদমাধ্যমের দাবি।
প্রয়াগরাজের এক আদালতের বিচারক দীনেশচন্দ্র শুল্কের নিরাপত্তায় ১১ জন মোতায়েন থাকবেন বলে উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর। এর আগেই বিচারকের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছিল স্থানীয় পুলিশ। তবে উত্তরপ্রদেশের বিধায়ক রাজু পাল হত্যাকাণ্ডের প্রধান সাক্ষী উমেশ পালের অপহরণে দোষী সাব্যস্ত হওয়ায় মঙ্গলবার আতিক-সহ ৩ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেন বিচারক শুক্ল। এর পরেই তাঁর সুরক্ষার মাত্রা বৃদ্ধি করা হল। বিচারক ছাড়াও প্রয়াগরাজের যে বিধায়ক-সাংসদ আদালতের ওই সাজা শোনানো হয়েছিল, সেখানকার নিরাপত্তাও বৃদ্ধি করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার বিচারক শুক্লের নিরাপত্তা নিয়ে বৈঠকে বসেন উত্তরপ্রদেশ পুলিশের শীর্ষকর্তারা। ওই বৈঠকে বিচারকের সুরক্ষা বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওয়াই প্লাস সুরক্ষার আওতায় বিচারকের নিরাপত্তায় এক বা দু’জন এনএসজি কম্যান্ডো ছাড়া পুলিশ আধিকারিকেরা মোতায়েন থাকবেন। এ ছাড়া, দু’জন নিরাপত্তা আধিকারিকও তাঁর সর্ব ক্ষণের সঙ্গী হবেন বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy