Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বিচারপতি জোসেফের নামে রাজি কলেজিয়াম

দ্বিতীয় প্রবীণতম বিচারপতি জাস্তি চেলামেশ্বর অবশ্য বুধবারই দাবি করেছিলেন, অবিলম্বে কেন্দ্রের কাছে ফের বিচারপতি জোসেফের নাম সুপারিশ করা হোক। এ জন্য দ্রুত কলেজিয়ামের বৈঠক ডাকতে প্রধান বিচারপতিকে চিঠি লেখেন তিনি।

নয়াদিল্লি
শেষ আপডেট: ১২ মে ২০১৮ ০৩:০৯
Share: Save:

উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি কে এম জোসেফকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের জন্য ফের সুপারিশ করা হবে। প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে পাঁচ প্রবীণ বিচারপতির কলেজিয়ামে আজ এই সিদ্ধান্ত হয়েছে। তবে তাঁর সঙ্গে আরও কয়েক জন হাইকোর্টের প্রধান বিচারপতির নামও সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের জন্য পাঠানো হচ্ছে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য ১৬ মে ফের বৈঠকে বসবে কলেজিয়াম।

দ্বিতীয় প্রবীণতম বিচারপতি জাস্তি চেলামেশ্বর অবশ্য বুধবারই দাবি করেছিলেন, অবিলম্বে কেন্দ্রের কাছে ফের বিচারপতি জোসেফের নাম সুপারিশ করা হোক। এ জন্য দ্রুত কলেজিয়ামের বৈঠক ডাকতে প্রধান বিচারপতিকে চিঠি লেখেন তিনি। সেই চিঠির পরেই আজ দুপুর একটায় কলেজিয়ামের বৈঠক ডাকেন প্রধান বিচারপতি।

আইনজ্ঞদের মতে, কলেজিয়াম বিচারপতি জোসেফের নাম ফের সুপারিশ করলে তা মেনে নেওয়া ছাড়া কেন্দ্রীয় সরকারের সামনে পথ নেই। যদিও সরকার সেই সুপারিশ চেপে রেখে দেরি করতে পারে বলেও একাংশের মত।

গত জানুয়ারিতে বিচারপতি জোসেফকে সুপ্রিম কোর্টে নিয়োগের জন্য সুপারিশ করেছিল কলেজিয়াম। উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি জোসেফ সে রাজ্যে মোদী সরকারের রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্ত নাকচ করে দিয়েছিলেন। চার মাস ফাইল নিয়ে বসে থাকার পরে, ২৬ এপ্রিল কেন্দ্রীয় আইন মন্ত্রক তা ফেরত পাঠায়। বিচারপতি জোসেফের নামে আপত্তি তুলে আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ যুক্তি দেন, তাঁর থেকে বহু বর্ষীয়ান বিচারপতি বিভিন্ন হাইকোর্টে রয়েছেন। তা ছাড়া বিচারপতি জোসেফের রাজ্য কেরল থেকেও সুপ্রিম কোর্টে বিচারপতি রয়েছেন। কলকাতা, গুজরাটের মতো হাইকোর্টের প্রতিনিধিত্ব নেই। অভিযোগ উঠেছিল, বিচারপতি জোসেফ উত্তরাখণ্ডে কেন্দ্রের রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্ত নাকচ করেছিলেন বলেই তাঁকে নিয়ে মোদী সরকারের আপত্তি।

এক ঘণ্টা বৈঠকের পর কলেজিয়ামের সিদ্ধান্তে বলা হয়েছে, প্রধান বিচারপতি ও বাকিরা নীতিগত ভাবে সর্বসম্মত হয়ে বিচারপতি জোসেফের নাম ফের সুপারিশের পক্ষে রায় দিয়েছেন। কিন্তু তার সঙ্গে আরও কয়েক জন বিচারপতির নামও নিয়োগের জন্য পাঠানো হবে। সূত্রের ব্যাখ্যা, এ ক্ষেত্রে আইন মন্ত্রকের মতও কিছুটা মেনে নিল কলেজিয়াম। এখন যে সব রাজ্যের প্রতিনিধিত্ব সুপ্রিম কোর্টে নেই, সেখানকার বিচারপতিদের নাম নিয়ে ভাবনাচিন্তা হবে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের ৩১টি পদের মধ্যে এখন ২৪ জন কাজ করছেন। তাঁদের মধ্যে চার জন এ বছরই অবসর নেবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE