Advertisement
E-Paper

চন্দ্রবাবুর অনুরোধের জেরে হ্যাল কি সরছে বেঙ্গালুরু থেকে? ‘খবর’ ছড়াতেই বিক্ষোভ শুরু কর্নাটকে

স্বাধীনতার পর থেকে এত দিন পর্যন্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যালই একচেটিয়া ভাবে দেশীয় প্রযুক্তিতে সামরিক বিমান এবং হেলিকপ্টার নির্মাণ ও যন্ত্রাংশ বানানোর বরাত পেয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ২০:২৮
Karnataka Government oppose reported bid to shift HAL unit from Bengaluru to Andhra Pradesh

এনডিএ-র শরিদল তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান চন্দ্রবাবু নায়ডুর আবেদনে সাড়া দিয়ে রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হিন্দুস্থান অ্যারোনটিক্‌স লিমিটেড’ (হ্যাল)-এর সদর দফতর কর্নাটক থেকে অন্ধ্রপ্রদেশে সরাতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার! কয়েকটি সংবাদমাধ্যমে এই খবর প্রকাশের পরে মঙ্গলবার উত্তেজনা ছড়িয়েছে কর্নাটকে।

স্বাধীনতার পর থেকে এত দিন পর্যন্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যালই একচেটিয়া ভাবে দেশীয় প্রযুক্তিতে সামরিক বিমান এবং হেলিকপ্টার নির্মাণের বরাত পেয়েছে। তাদের যন্ত্রাংশ তৈরির দায়িত্বও পালন করে বেঙ্গালুরু ভিত্তিক ওই সংস্থাটি। কিন্তু সম্প্রতি নীতি আয়োগের বৈঠকে অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু তাঁর রাজ্যে ওই সংস্থাটি সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন। তাঁর সেই দাবি মোদী সরকার পূরণ করতে চলেছে বলে সরকারি সূত্র উদ্ধৃত করে কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে। বেঙ্গালুরুর সদর দফতর ছাড়াও ইয়েলেহঙ্কা বিমানঘাঁটি এব টুমকুরুর হেলিকপ্টার উৎপাদনকেন্দ্র রয়েছে এই তালিকায়।

কর্নাটকের কংগ্রেস সরকারের মন্ত্রীরা মঙ্গলবার সরাসরি হ্যালের অপসারণের সম্ভাবনার প্রতিবাদে পথে নেমেছেন। উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার বলেন, ‘‘হ্যালের স্থানান্তকরণ নিয়ে যে খবর বেরিয়েছে, তা সত্যি না কি ভিত্তিহীন অবিলম্বে কেন্দ্রকে তা স্পষ্ট করতে হবে। কর্নাটক থেকে নির্বাচিত বিজেপি সাংসদেরা কেন এখনও মুখে কুলুপ এঁটে রয়েছেন? প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। আমরা তাকে কর্নাটকের বাইরে যেতে দেব না। কেন্দ্র যদি হ্যালের সম্প্রসারণের জন্য জমি চায়, আমরা তার ব্যবস্থা করব।’’ কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সরকারের শিল্পমন্ত্রী এমবি পাতিল বলেন, ‘‘কেন্দ্র যদি একতরফা ভাবে হ্যাল সরায়, তবে তা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী পদক্ষেপ হবে। সে ক্ষেত্রে আমরা আন্দোলনে নামব।’’

Karnataka Government HAL Chandrababu Naidu Hindustan Aeronautics Limited Karnataka NITI Aayog NITI Aayog Meet N Chandrababu Naidu Chndra Babu Naidu DK Shivakumar Andhra Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy