Advertisement
১৮ মে ২০২৪
Hijab Row

স্কুল-কলেজে হিজাব ফিরিয়ে আনার ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি, জানালেন কর্নাটকের মন্ত্রী

বিজেপি সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার ব্যাপারে নিষেধাজ্ঞা চালু হয়েছিল কর্নাটকে। সেই বিষয়টি নিয়ে নির্বাচনী প্রচারে সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল কংগ্রেস।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ ১২:৫৯
Share: Save:

গত মে মাসে বিধানসভা ভোটে জিতে ‘বিবেচনার’ আশ্বাস দিয়েছিল কংগ্রেস সরকার। ক্ষমতায় আসার সাত মাস পরেও কেন হিজাব-নিষেধাজ্ঞা প্রত্যাহার করা গেল না, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী দলগুলি। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া অবশ্য জানিয়েছে, তাঁরা হিজাব-নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে ভাবনাচিন্তা করছেন। এ বার রাজ্যের স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী জি পরমেশ্বর জানালেন, বিষয়টি ভাল করে খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।

আগের বিজেপি সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার ব্যাপারে নিষেধাজ্ঞা চালু হয়েছিল কর্নাটকে। সেই বিষয়টি নিয়ে নির্বাচনী প্রচারে সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল কংগ্রেস। প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় আসার পর হিজাব-নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। সে কথা বলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী! কিন্তু সেই সিদ্ধান্ত এখনও কেন হল না, তা প্রশ্ন তুলেছেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) নেতা কেটি রামা রাও। কংগ্রেসকে সরকারকে বিঁধে তাঁর মন্তব্য, ‘‘মানুষ দেখছেন, কংগ্রেস কী জিনিস! ক্ষমতায় আসার আগে এক কথা বলে, আর ক্ষমতায় আসার পর কী ভাবে ওরা বদলে যায়!’’

তার প্রেক্ষিতে সিদ্দারামাইয়া শনিবার বলেছেন, ‘‘হিজাব-নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে আমরা ভাবনাচিন্তা করছি। আমরা এটা নিয়ে আলোচনা করব। এখনও আমরা কিছু করিনি।’’ এর পর সংবাদ সংস্থা এএনআই-কে পরমেশ্বর বলেন, ‘‘হিজাব-নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নিজে বলেছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তা সম্পূর্ণ হলেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hijab Controversy Karnataka
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE