Advertisement
২০ এপ্রিল ২০২৪
National News

‘কোটায় মৃত শিশুদের পরিবারগুলিকে কেন দেখতে যাননি প্রিয়ঙ্কা?’ কটাক্ষ মায়াবতীর

সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জেরে বারাণসীর এক দম্পতিকে জেলে পোরা হয়েছে, তাঁদের ১৪ মাসের শিশুকন্যাকে একলা ফেলে রেখে।

প্রিয়ঙ্কা গাঁধী ও মায়াবতী। -ফাইল ছবি।

প্রিয়ঙ্কা গাঁধী ও মায়াবতী। -ফাইল ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২০ ১৩:৩৫
Share: Save:

বারাণসীর ঘটনা নিয়ে যখন যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব প্রিয়ঙ্কা গাঁধী, তখন কংগ্রেস নেত্রীকে কটাক্ষ করলেন বহুজন সমাজ পার্টি (বসপা) নেত্রী মায়াবতী। কংগ্রেস শাসিত রাজস্থানের কোটায় সরকারি হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনা নিয়ে।

প্রিয়ঙ্কাকে কটাক্ষ করে বৃহস্পতিবার মায়াবতীর টুইট, ‘‘উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে এত সরব হয়েছেন প্রিয়ঙ্কা। অথচ কংগ্রেস শাসিত রাজস্থানে সরকারি হাসপাতালে ১০০টি শিশুর মৃত্যু হয়েছে। তার পর সেখানকার একটি পরিবারের সঙ্গেও দেখা করতে গেলেন না উনি। এটা খুবই দুঃখজনক।’’

সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জেরে বারাণসীর এক দম্পতিকে জেলে পোরা হয়েছে, তাঁদের ১৪ মাসের শিশুকন্যাকে একলা ফেলে রেখে। এই ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কড়া সমালোচনা করেছেন প্রিয়ঙ্কা। বুধবার শিশুটিকে দেখতে যান তিনি।

মায়াবতীর আরও অভিযোগ, সরকারি হাসাপাতালে শিশুমৃত্যুর ঘটনা নিয়ে রাজস্থানের অশোক গহলৌত সরকার দায়িত্বজ্ঞানহীনতা ও অসংবেদনশীলতার পরিচয় দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE