Advertisement
E-Paper

‘ব্ল্যাক বোর্ড’ নিয়ে বিহারের ভোটে লালুর জ্যেষ্ঠপুত্র তেজপ্রতাপ! গড়লেন ‘জনশক্তি জনতা দল’

‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ এবং ‘পারিবারিক মূল্যবোধ ক্ষুণ্ণ’ করার কারণে গত মে মাসে তেজপ্রতাপকে দল এবং পরিবার থেকে বিতাড়িত করেছিলেন লালু। বিহারে বিধানসভা ভোটের দু’মাস আগে নতুন দল গড়লেন বহিষ্কৃত তেজপ্রতাপ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৭
Lalu Prasad Yadav’s son and expelled RJD leader Tej Pratap Yadav float new political party Janshakti Janata Dal

শুক্রবার নতুন দলের নাম এবং প্রতীক ঘোষণা করলেন তেজপ্রতাপ যাদব। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

চার মাস আগে দল এবং পরিবার থেকে বিতাড়িত হওয়ার পরেই ‘নতুন পথে চলার’ বার্তা দিয়েছিলেন। আরজেডি (রাষ্ট্রীয় জনতা দল) প্রধান লালুপ্রসাদের জ্যেষ্ঠ পুত্র তেজপ্রতাপ যাদব শুক্রবার নতুন দলের নাম এবং প্রতীক ঘোষণা করে বিহারের আসন্ন বিধানসভা ভোটে লড়ার কথা ঘোষণা করলেন। তেজপ্রতাপ জানিয়েছেন, তাঁর নতুন দলের নাম ‘জনশক্তি জনতা দল’ (জেজেডি)। নির্বাচনী প্রতীক, ‘ব্ল্যাকবোর্ড’।

নতুন দলের পতাকায় তাঁর প্রাক্তন দল আরজেডির সবুজ রং থাকলেও প্রাধান্য রয়েছে হলুদের। তাৎপর্যপূর্ণ ভাবে, প্রাক্তন ভোটকুশলী তথা নবগঠিত জনসুরাজ পার্টির নেতা প্রশান্ত কিশোরও তাঁর দলের পতাকার রং হিসেবে বেছে নিয়েছেন হলুদকে। তেজপ্রতাপ শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘‘চলতি রাজনৈতিক ব্যবস্থার সামগ্রিক পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য।’’

‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ এবং ‘পারিবারিক মূল্যবোধ ক্ষুণ্ণ’ করার কারণে গত মে মাসে তেজপ্রতাপকে দল এবং পরিবার থেকে বিতাড়িত করেছিলেন লালু। তার পর থেকে ধারাবাহিক ‘অরাজনৈতিক’ কর্মসূচি পালন করেছেন বিহারের প্রাক্তন মন্ত্রী তেজপ্রতাপ। বিহারের সমস্তিপুর জেলার হাসনপুর কেন্দ্রের বিধায়ক তেজপ্রতাপ পরিবার ও দল থেকে বিতাড়নের জন্য নাম না করে অভিযোগের আঙুল তুলেছিলেন তাঁর ভাই তথা ‘লালুর রাজনৈতিক উত্তরাধিকারী’ তেজস্বী যাদবের দিকে। আগামী নভেম্বরে বিহারে বিধানসভা ভোট হওয়ার কথা। তেজপ্রতাপ কি পারবেন তেজস্বীর পথে কাঁটা হতে?

Bihar Politics Tej Pratap Yadav Lalu Prasad Yadav RJD Bihar Assembly Election 2025 Bihar Assembly Election
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy