এক অন্য নিয়োগ দুর্নীতির মামলায় জবাবদিহি করতে সপরিবারে দিল্লিতে হাজির হলেন প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব। বুধবার সকালে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত চত্বরে পৌঁছলেন লালুপ্রসাদ, তাঁর স্ত্রী বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবী এবং কন্যা আরজেডি সাংসদ মিসা ভারতী। রেলের চাকরি বিক্রি মামলায় তাঁদের তলব করা হয়েছিল। সেই সূত্রেই হাজিরা। প্রায় বছর ১৫ আগের ওই মামলায় তৎকালীন রেলমন্ত্রী-সহ তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধেও রেলের চাকরি বিক্রির অভিযোগ উঠেছিল। যদিও এই নিয়োগ দুর্নীতি টাকার বিনিময়ে বিক্রি করা হয়নি চাকরি।
২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে ওই নিয়োগ দুর্নীতি হয়ে বলে অভিযোগ। লালু তখন দেশের রেলমন্ত্রী ছিলেন। সেই সময়েই লালু এবং তাঁর পরিবারের সদস্যরা রেলের চাকরি বিক্রি করেছিলেন বলে অভিযোগ। তদন্তকারী সংস্থা সিবিআই তাদের চার্জশিটে জানিয়েছিল, টাকা নয়, চাকরির বদলে জমি নিয়েছিলেন লালু। সেই জমি কখনও তাঁকে বা তাঁর পরিবারকে উপহার হিসাবে দিয়েছিলেন চাকরি প্রার্থীরা। কখনও বা পঞ্চাশ শতাংশেরও কম দামে বিক্রিও করেছিলেন। সেই মামলারই শুনানি বুধবার রাউস অ্যাভিনিউ আদালতে। সকন্যা লালু-রাবড়ী ছাড়াও আরও ১৪ জনকে হাজির থাকতে বলা হয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারি রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক গীতাঞ্জলি গোয়েল এই মামলায় অভিযুক্তদের হাজিরার নির্দেশ দিয়েছিলেন আদালতে। ১৫ মার্চ অর্থাৎ বুধবারই ধার্য হয়েছিল শুনানির দিন। জমির বিনিময়ে চাকরি বিক্রির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা এবং জালিয়াতির মামলা রয়েছে। হয়েছিল।
#WATCH | Delhi: Former Bihar CMs Lalu Prasad Yadav-Rabri Devi and their daughter & RJD MP Misa Bharti leave for Rouse Avenue Court, in connection with land-for-job case. pic.twitter.com/SscecKzR9G
— ANI (@ANI) March 15, 2023