সুপ্রিম কোর্টে মঙ্গলবার গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানি চলছিল। সেই গুরুগম্ভীর পরিবেশ আচমকাই লঘু হয়ে ওঠে প্রবীণ আইনজীবী এবং প্রধান বিচারপতির একটি কথোপকথনে। প্রবীণ আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন জানান, গলা ব্যথার কারণে ঠিক করে কথা বলতে পারছেন না। তার পরেই প্রধান বিচারপতি সূর্য কান্ত কটাক্ষ করে বলেন, ‘‘দিল্লিতে এখন সকলেরই এক সমস্যা।’’
এক খ্রিস্টান সেনা অফিসার মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে অস্বীকার করেছিলেন। সেই অফিসারকে বরখাস্তের নির্দেশ স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার মামলাটির শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে। আইনজীবী শঙ্করনারায়ণন ওই বরখাস্ত হওয়া সেনা অফিসারের হয়ে আদালতে সওয়াল করেন।
আরও পড়ুন:
সেই সওয়ালের সময়ে শঙ্করনারায়ণন বলেন, ‘‘ক্ষমা করুন, আমি ঠিক করে কথা বলতে পারছি না। আমার গলায় ব্যথা।’’ তার পরেই প্রধান বিচারপতি কটাক্ষের সুরেই বলেন, ‘‘দিল্লিতে এখন সকলের এই একই সমস্যা।’’ আর সে ভাবে আদতে দিল্লির দূষণের কথাই তুলে ধরেছেন তিনি বলে মনে করা হচ্ছে।
গত কয়েক সপ্তাহ ধরে দিল্লিতে বেড়েছে দূষণ। গত কয়েক দিন পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বাতাসের গুণমান (একিউআই) ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ে পৌঁছেছে। সিপিসিবি-র তথ্য বলছে, মঙ্গলবার দিল্লিতে গড় একিউআই ছিল ৩৬৩। সোমবারের তুলনায় সামান্য উন্নতি হয়েছে বাতাসের।