বিহারের বিধানসভা ভোটে সব আসনেই জোট বেঁধে লড়াই করবেন বিরোধী জোট ‘মহাগঠবন্ধনের’ প্রার্থীরা। রবিবার পটনায় ওই জোটে থাকা বিরোধী দলগুলির নেতাদের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানালেন তেজস্বী যাদবেরা।
রবিবারের বৈঠকে যোগ দিয়েছিল লালুপ্রসাদ যাদবের দল আরজেডি, কংগ্রেস, সিপিএম, সিপিআই, সিপিআই(এমএল) এবং মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি)। বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠক হয়। সেখানে আরজেডি নেতা মনোজ ঝা বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধ রয়েছি। আমরা জোট বেঁধে প্রতিটি আসনে লড়াই করব এবং এনডিএ-কে পরাজিত করব।” বৈঠকে আগামী ২০ মে-র শ্রমিক ধর্মঘটকে সমর্থন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মনোজ।
চলতি বছরের শেষে বিহারের ২৪৩টি বিধানসভা কেন্দ্রে ভোট হওয়ার কথা। লালু-পুত্র তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বীকে ‘মুখ্যমন্ত্রী’ পদপ্রার্থী হিসাবে তুলে ধরার দাবি ইতিমধ্যেই উঠতে শুরু করেছে বিরোধী জোটের অন্দরে। যদিও রবিবারের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়নি বলে খবর। বিরোধী জোট সূত্রে খবর, কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা না-করেই ভোটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বিহারে বিজেপি এবং নীতীশ কুমারের দল জেডিইউ-র জোট সরকার। একাধিক বার শিবির বদলালেও টানা ২০ বছর বিহারের মুখ্যমন্ত্রী রয়েছেন নীতীশ। নীতীশকে গদিচ্যুত করাই শুধু নয়, বিহারে এনডিএ-র বড় শরিক বিজেপিকেও পরাস্ত করতে চান তেজস্বীরা।