লেহগামী বিমান দিল্লি থেকে উড়ানের পরে মাঝ আকাশ থেকে আবার ফিরে এল দিল্লি বিমানবন্দরে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, উড়ান সংস্থা ইন্ডিগোর ওই বিমানটিকে প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে ফিরিয়ে আনা হয়েছে। পরে ইন্ডিগো একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, উড়ানের সময়ে কোনও জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়নি। তবে সতর্কতামূলক পদক্ষেপের কারণে বিমানটিকে ফিরিয়ে আনা হয়েছে।
ইন্ডিগোর ৬ই ২০০৬ বিমানটি বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লেহর উদ্দেশে রওনা দেয়। সকাল ৭টা ৫০ মিনিটে সেটির লেহ বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল। কিন্তু মাঝ আকাশ থেকেই বিমানটিকে আবার ফিরিয়ে আনা হয় দিল্লি বিমানবন্দরে। যাত্রীদের সমস্যার কথা মেনে নিয়ে উড়ান সংস্থার দাবি, যাত্রীদের নিরাপত্তার বিষয়টিকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। ওই বিমানের যাত্রীদের লেহতে পাঠানোর জন্য একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে ইন্ডিগো।
বিবৃতিতে ইন্ডিগো জানায়, প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে লেহ বিমানবন্দরে অবতরণ করার পথে বাধা তৈরি হয়েছিল। সেই কারণে বিমানটিকে আবার দিল্লিতে ফিরিয়ে আনা হয়েছে। এর আগে বুধবার দিল্লি থেকে ছত্তীসগঢ়ের রায়পুরগামী ইন্ডিগোর একটি বিমানেও যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল বলে দাবি করা হচ্ছে। উড়ান সংস্থার ৬ই ৬৩১২ বিমানটি ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বঘেলও ছিলেন। রায়পুর বিমানবন্দরে বুধবার নিরাপদেই অবতরণ করে বিমানটি। কিন্তু বিপত্তি দেখা দেয় যাত্রীদের বিমান থেকে নামার সময়। যান্ত্রিক ত্রুটির জন্য বিমানের দরজা খুলছিল না। প্রায় আধ ঘণ্টা বিমানের ভিতরে আটকে থাকেন বঘেল-সহ অন্য যাত্রীরা। যদিও পরে বিমানের দরজা খোলে এবং সকলে নিরাপদে বাইরে বেরিয়ে আসেন।
আরও পড়ুন:
বৃহস্পতিবার হায়দরাবাদ থেকে তিরুপতিগামী স্পাইসজেটের একটি বিমানেও প্রযুক্তিগত সমস্যা ধরা পড়ে। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেওয়ার পরে এসজি ২৬৯৬ বিমানটি আবার ফিরিয়ে আনা হয় হায়দরাবাদেই।