Advertisement
১৮ মে ২০২৪
Gyanvapi Masjid

Gyanvapi Masjid: বাবরি মামলাতেও ছিলেন ২ বিচারপতি

জ্ঞানবাপী মসজিদ সংক্রান্ত মামলাটি চলছে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পি এস নরসিংহের বেঞ্চে।

জ্ঞানবাপী মসজিদের বাইরে কড়া নিরাপত্তা। মঙ্গলবার।

জ্ঞানবাপী মসজিদের বাইরে কড়া নিরাপত্তা। মঙ্গলবার। পিটিআই

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ মে ২০২২ ০৭:১৩
Share: Save:

বাবরি মামলার পরে এই প্রথম আবার কোনও মন্দির-মসজিদ বিতর্কজনিত মামলা শুনছে শুনছে সুপ্রিম কোর্ট। জ্ঞানবাপী মসজিদ সংক্রান্ত মামলাটি চলছে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পি এস নরসিংহের বেঞ্চে। তাৎপর্যপূর্ণ ভাবে, এই দুই বিচারপতিই বাবরি মামলায় যুক্ত ছিলেন।

২০১৯ সালে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির যে বেঞ্চ বাবরি মসজিদের জমিতে রাম মন্দির এবং বিকল্প পাঁচ একর জমিতে মসজিদ গড়ার ঐতিহাসিক রায় দিয়েছিল, বিচারপতি চন্দ্রচূড় ছিলেন তার অন্যতম সদস্য।

বিচারপতি নরসিংহ তখন ছিলেন মামলার অন্যতম আবেদনকারী রাজেন্দ্র সিংহের আইনজীবীর ভূমিকায়। রাজেন্দ্রর বাবা গোপাল সিংহ বিশারদ ১৯৫০ সালে ‘রামের জন্মভূমিতে’ পুজোর অনুমতি চেয়ে আদালতে গিয়েছিলেন। ২০২১ সালের ৩১ অগস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি হন পি এস নরসিংহ। এই বছরের শেষের দিকে বিচারপতি চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারেন। ২০২৭ সালে প্রধান বিচারপতি হওয়ার সম্ভাবনা রয়েছে বিচারপতি নরসিংহেরও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gyanvapi Masjid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE