নির্বাচন কমিশন বিকেল পাঁচটার সময়ে লোকসভা ভোটের দিন ক্ষণ ঘোষণা করায় চিন্তায় পড়েছেন দক্ষিণের কিছু নেতা-মন্ত্রী। কারণ, তাঁদের মতে, বিকেল সাড়ে চারটে থেকে ৬টা পর্যন্ত ‘রাহুর দশা’ চলেছে। এই নেতাদের আশঙ্কা, ‘অশুভ’ সময়ে নির্ঘণ্ট ঘোষণায় ভোটের ফল তাঁদের বিপক্ষে যেতে পারে। কেউ কেউ এমনও দাবি তুলেছিলেন, নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকের সময় যদি পিছোনো যায়। দক্ষিণী নেতাদের জ্যোতিষ-চর্চা অবশ্য নতুন কিছু নয়। বিপুল ভোটে জয়ের পরে ১৩ ডিসেম্বর শুভ সময় দেখে শপথ নিয়েছিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। গত বছর কর্নাটকে রাজনৈতিক চাপানউতোরের সময়ে রাজ্যপাল বাজুভাই বালা ‘রাহুর দশা’ শেষ হওয়ার পরে দলগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন। জ্যোতিষ মেনে চলেন চন্দ্রবাবু নায়ডু, এইচ ডি দেবগৌড়াও।
আরও পডু়ন: লোকসভা নির্বাচনে ১১ এপ্রিল থেকে সাত দফায় ভোটগ্রহণ, ফল ঘোষণা ২৩ মে