সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে পুনরায় ভোট গ্রহণের দাবিতে বামফ্রন্ট প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত ত্রিপুরা হাইকোর্টে মামলা দায়ের করলেন। গত মঙ্গলবার শঙ্করবাবু সুপ্রিম কোর্টে এই দাবিতে মামলা করেন। বিচারপতি ইন্দিরা ব্যানার্জি এবং বিচারপতি সঞ্জীব খন্নার ডিভিশন বেঞ্চ হাইকোর্টে মামলা করার নির্দেশ দেয়।
এ দিকে, কংগ্রেসও সুপ্রিম কোর্টে একই দাবিতে মামলা করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোৎকিশোর দেববর্মণ বলেন, ‘‘আজ আহমেদ পটেলের নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে পশ্চিম ত্রিপুরা আসনের ১৬৮টি বুথে পুনর্নির্বাচনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।’’ তিনি জানান, রিটার্নিং অফিসার নিজে যেখানে প্রায় সাড়ে চারশো বুথে অনিয়মের রিপোর্ট দিয়েছেন সেখানে মাত্র ১৬৮টি বুথে পুনরায় ভোটগ্রহণের ব্যাখ্যা চান তাঁরা। তিনি বলেন, ‘‘বিষয়টি নিয়ে আমরা সুপ্রিম কোর্টে লড়ব।’’