চুল লালচে হয়ে যাচ্ছে? ঝরে যাচ্ছে? রুক্ষ হয়ে যাচ্ছে? মা-ঠাকুমারা শুনলেই বলবেন, এ সব তেল না মাখার ফল। ভাল করে মাথায় তেল মাখলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু কোন তেল মাখবেন? দিনের বেলায় কর্মব্যস্ততার জেরে চুলের পরিচর্যার সময় হয় না। তাই রাতেই চুলের যত্ন নিতে পারেন। কোন কোন তেল মিশিয়ে মাথায় মেখে রাখলে, চুলের গোড়ায় পুষ্টি যাবে ও চুল ঘন, কালো ও লম্বা হবে, তা জেনে রাখা ভাল।
চুলে কোন কোন তেল মিশিয়ে মাখবেন?
লম্বা চুলের জন্য তেল
চার চামচ নারকেল তেলের সঙ্গে এক চামচ ক্যাস্টর অয়েল ও ৩-৪ ফোঁটা রোজ়মেরি অয়েল মিশিয়ে নিন। সব উপাদান মিশিয়ে হালকা গরম করে নিন। শুধুমাত্র চুলের গোড়ায় মালিশ করতে হবে। সারা রাত মাথায় মেখে রেখে, সকালে শ্যাম্পু করে নিন। তিন তেলের পুষ্টিগুণ চুলে প্রোটিনের জোগান দেবে ও চুলের ঘনত্ব বৃদ্ধি করবে।
আরও পড়ুন:
চুল পড়া কমানোর তেল
তিন চামচের মতো কালো জিরে নারকেল তেলে মিশিয়ে ভাল করে ফুটিয়ে নিন। এই তেল সংগ্রহ করে রাখুন। ২ চামচ আমন্ড অয়েল, এক চামচ ওই কালো জিরের তেল এবং এক চামচ মেথি ভেজানো তেল মিশিয়ে নিয়ে ভাল করে চুলে মালিশ করতে হবে। সপ্তাহে তিন দিন করলেই চুল পড়া বন্ধ হবে।
খুশকির সমস্যা দূর করা, রুক্ষ চুলের জন্য তেল
চুলের জন্য অত্যন্ত উপকারী অ্যালো ভেরা। শীতের মরসুমে রুক্ষ কেশে আর্দ্রতা জোগাতে, খুশকির ফলে হওয়া প্রদাহ কমাতে এই উপাদানটি সাহায্য করে। ২ টেবিল চামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ পেঁয়াজের রস মিশিয়ে নিন। এ বার শ্যাম্পু করা পরিষ্কার চুলে মিশ্রণটি মেখে নিন। মাথার ত্বক থেকে চুলে তা লাগিয়ে মিনিট ২০ অপেক্ষা করুন। তার পর মৃদু শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিন।