Advertisement
E-Paper

‘শরদ পওয়ারই জানেন না কাল কী করব, ইমরান জানলেন কী ভাবে?’

দিনকয়েক আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, মোদী সরকার ক্ষমতায় ফিরে এলেই ভাল, কাশ্মীর সমস্যা মেটার রাস্তা খুলবে। যা কংগ্রেস এলে হবে না।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৯ ১৫:৫১
গুজরাতের পাটনে, নির্বাচনী জনসভায়। রবিবার।

গুজরাতের পাটনে, নির্বাচনী জনসভায়। রবিবার।

শরদ পওয়ার আর ইমরান খান। ঘর ও বাইরের ‘শত্রু’ দু’জনকে একই সঙ্গে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর নিজের রাজ্য গুজরাতে ভোটপ্রচারে গিয়ে। বললেন, ‘‘শরদ পওয়ারই জানেন না, আমি কাল কী করব। আর ইমরান খান তা জেনে গেলেন কী ভাবে?’’

দিনকয়েক আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, মোদী সরকার ক্ষমতায় ফিরে এলেই ভাল, কাশ্মীর সমস্যা মেটার রাস্তা খুলবে। যা কংগ্রেস এলে হবে না।

ও দিকে, শনিবার গুজরাতে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) নেতা শরদ পওয়ার বলেন, ‘‘মোদী নানা জায়গায় বলেছেন, আমার হাত ধরে উনি রাজনীতিতে এসেছেন। কিন্তু আমি এখন খুব ভয়ে ভয়ে আছি। উনি কখন কী করে বসবেন, তা কেউই জানেন না!’’

আরও পড়ুন- আমি ইন্দিরা গাঁধী নই, তবে তাঁর মতো কাজ করতে চাই: প্রিয়ঙ্কা​

আরও পড়ুন- রেল নিয়ে তর্ক মোদী-মমতার​

উত্তর গুজরাতের পাটনে এক নির্বাচনী জনসভায় রবিবার পাক প্রধানমন্ত্রী এবং এনসিপি নেতা, দু’জনকেই জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘‘আমি জন্মেছি উত্তর গুজরাতে। বড়ও হয়েছি। আপনারাই আমার গুরু। আমার দাদা। আপনাদের মধ্যেই রয়েছেন আমার ছোটবেলার বন্ধুরা। স্কুলের বন্ধুরা। আমি আপনাদেরই ঘরের লোক। ভূমিপুত্র। আপনারা আমাকে বহু দিন ধরে চেনেন, জানেন। সেটা হয়তো জানেন না শরদ পওয়ার। তাই তিনি বুঝে উঠতে পারছেন না আমি কাল কী করব? উনি তো আমাকে অনেক দিন চেনেন, জানেন। উনি যদি না জানেন, তা হলে আমরা ফের ক্ষমতাসীন হলে কী হবে, তা ইমরান খান বুঝে ফেলতে পারলেন কী ভাবে?’’ উত্তর গুজরাতের ভাদনগরেই জন্ম মোদীর। সেখানেই তাঁর বড় হয়ে ওঠা।

কংগ্রেসের ‘মুসলিম তোষণে’র রাজনীতি যে তিনি বরদাস্ত করবেন না, তা স্পষ্ট করে দিয়ে প্রধানমন্ত্রী ওই জনসভায় বলেন, ‘‘পূর্বতন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বলেছিলেন, দেশের প্রাকৃতিক সম্পদের উপর সবার আগে অধিকার মুসলিমদের। কিন্তু আমি বলব, দেশের প্রাকৃতিক সম্পদের উপর অধিকার সবার আগে প্রান্তিক মানুষের।’’

মোদী এও বলেন, বালাকোটে ভারতীয় বায়ুসেনা কত জন জঙ্গিকে মেরেছে, তা নিয়ে কিছু দিন আগেও হইচই করছিলেন বিরোধীরা। কিন্তু দু’দফা ভোটের পর তাঁরা বুঝে গিয়েছেন হাওয়া কোন দিকে বইছে। তাঁদের কানেও পৌঁছেছে, ‘ফির এক বার মোদী সরকার’। তাই আর ওঁরা ওই সব নিয়ে হইচই করছেন না।

Lok Sabha Election 2019 Sharad Pawar Imran Khan নরেন্দ্র মোদী শরদ পওয়ার ইমরান খান
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy