লোকসভা ভোট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রবীণ এনসিপি নেতা ও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শরদ পওয়ার জানিয়ে দিলেন, উনিশের লোকসভা ভোটে তিনি লড়বেন না। তবে তাঁর মেয়ে সুপ্রিয়া সুলে এবং ভাইপো অজিত পওয়ারের ছেলে পার্থ এ বারের ভোটে দলের টিকিটে মহারাষ্ট্র থেকে লড়বেন বলে জানিয়ে দিয়েছেন পওয়ার।
এত দিন পর্যন্ত মহারাষ্ট্রের যে কোনও গুরুত্বপূর্ণ ভোটে এনসিপির তারকা প্রচারক হিসেবে ছিলেন শরদ পওয়ার। আজ সাংবাদিক বৈঠকে ৭৮ বছর বয়সি পওয়র বলেন, ‘‘এখনও পর্যন্ত ১৪ বার ভোটে লড়েছি। তবে মনে হল, ভোটে না লড়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য এটাই সঠিক সময়। আমার পরিবারের দু’জন সদস্য এ বার লোকসভা ভোটে লড়বেন।’’
গত ফেব্রুয়ারিতে পওয়ার অবশ্য জানিয়েছিলেন, এ বারের লোকসভা ভোটে লড়বেন তিনি। সেই মতো মহারাষ্ট্রের মাধা আসনটি থেকে দলের বর্তমান সাংসদকে ভোটে না লড়ার জন্য রাজিও করানো হয়। তবে পওয়ার এ দিন ইঙ্গিত দেন, পারিবারিক কারণেই সেই সিদ্ধান্ত বদলেছেন তিনি। দীর্ঘ সময় ধরেই মহারাষ্ট্রের বারামতী কেন্দ্রটির সঙ্গে পওয়ারের নাম জড়িয়ে। ২০১৪-র লোকসভা ভোটে তাঁর ওই আসন থেকে জিতে সাংসদ হয়েছেন কন্য সুপ্রিয়া। আর এ বার পার্থ লড়বেন মাওয়াল আসনটি থেকে।