Advertisement
০৩ মে ২০২৪

ভোটে লড়বেন না পওয়ার

লোকসভা ভোট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রবীণ এনসিপি নেতা ও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শরদ পওয়ার জানিয়ে দিলেন, উনিশের লোকসভা ভোটে তিনি লড়বেন না।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ মার্চ ২০১৯ ০২:৫৭
Share: Save:

লোকসভা ভোট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রবীণ এনসিপি নেতা ও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শরদ পওয়ার জানিয়ে দিলেন, উনিশের লোকসভা ভোটে তিনি লড়বেন না। তবে তাঁর মেয়ে সুপ্রিয়া সুলে এবং ভাইপো অজিত পওয়ারের ছেলে পার্থ এ বারের ভোটে দলের টিকিটে মহারাষ্ট্র থেকে লড়বেন বলে জানিয়ে দিয়েছেন পওয়ার।

এত দিন পর্যন্ত মহারাষ্ট্রের যে কোনও গুরুত্বপূর্ণ ভোটে এনসিপির তারকা প্রচারক হিসেবে ছিলেন শরদ পওয়ার। আজ সাংবাদিক বৈঠকে ৭৮ বছর বয়সি পওয়র বলেন, ‘‘এখনও পর্যন্ত ১৪ বার ভোটে লড়েছি। তবে মনে হল, ভোটে না লড়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য এটাই সঠিক সময়। আমার পরিবারের দু’জন সদস্য এ বার লোকসভা ভোটে লড়বেন।’’

গত ফেব্রুয়ারিতে পওয়ার অবশ্য জানিয়েছিলেন, এ বারের লোকসভা ভোটে লড়বেন তিনি। সেই মতো মহারাষ্ট্রের মাধা আসনটি থেকে দলের বর্তমান সাংসদকে ভোটে না লড়ার জন্য রাজিও করানো হয়। তবে পওয়ার এ দিন ইঙ্গিত দেন, পারিবারিক কারণেই সেই সিদ্ধান্ত বদলেছেন তিনি। দীর্ঘ সময় ধরেই মহারাষ্ট্রের বারামতী কেন্দ্রটির সঙ্গে পওয়ারের নাম জড়িয়ে। ২০১৪-র লোকসভা ভোটে তাঁর ওই আসন থেকে জিতে সাংসদ হয়েছেন কন্য সুপ্রিয়া। আর এ বার পার্থ লড়বেন মাওয়াল আসনটি থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2019 Sharad Pawar NCP Leader
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE