Advertisement
E-Paper

নতুন আয়কর বিল নিয়ে আলোচনার জন্য স্থায়ী কমিটি গঠন লোকসভায়, রয়েছেন তৃণমূলের মহুয়াও

গত বৃহস্পতিবার লোকসভায় নতুন আয়কর বিল পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার পরই তিনি নতুন বিল নিয়ে আলোচনার জন্য লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে কাছে কমিটি তৈরির আহ্বান জানান।

Lok Sabha Speaker constitutes Select Committee to examine New Income Tax Bill

নতুন আয়কর বিল নিয়ে আলোচনার জন্য গঠিত সংসদীয় কমিটিতে তৃণমূলের মহুয়া মৈত্র। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৮
Share
Save

নতুন আয়কর বিল নিয়ে আলোচনার জন্য লোকসভায় সিলেক্ট কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হল। ৩১ জনের কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিজেপি সাংসদ বৈজয়ন্ত জয় পাণ্ডাকে। কমিটিতে রয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও।

গত বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি লোকসভায় নতুন আয়কর বিল পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার পরই তিনি নতুন বিল নিয়ে আলোচনার জন্য লোকসভার স্পিকার ওম বিড়লাকে কমিটি তৈরির প্রস্তাব দেন। সেই মতোই শুক্রবার নতুন কমিটির ঘোষণা করা হয়েছে। কমিটির ৩১ জন সদস্যের মধ্যে ১৭ জনই ক্ষমতাসীন এনডিএ শিবিরের সাংসদ। তাদের মধ্যে ১৪ জন বিজেপির।

বিরোধী শিবিরের ১৪ জন সাংসদ রয়েছেন আয়কর বিল সংক্রান্ত সংসদীয় কমিটিতে। তাঁদের মধ্য কংগ্রেসের ছ’জন, সমাজবাদী পার্টির দু’জন, ডিএমকে, তৃণমূল, শিবসেনা (ইউবিটি), এনসিপির শরদ পওয়ারের শিবির এবং আরএসপির এক জন করে সাংসদকে রাখা হয়েছে। লোকসভার বাদল অধিবেশনের প্রথম দিনের মধ্যেই কমিটিকে তাদের রিপোর্ট জমা দেওয়ার কথা। জুলাই মাসের তৃতীয় সপ্তাহে বাদল অধিবেশন শুরুর সম্ভাবনা রয়েছে।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি সংসদে ২০২৫-’২৬ আর্থিক বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। বাজেট বক্তৃতাতেই নতুন আয়কর বিল আনার কথা জানিয়েছিলেন তিনি। এর পর গত সপ্তাহে প্রথামাফিক বিলে চূড়ান্ত অনুমোদন দেয় কেন্দ্রের নরেন্দ্র মোদী মন্ত্রিসভা। দেশের কর ব্যবস্থাকে সরল ও আধুনিক করতে নতুন বিলটি আনা হয়েছে বলে দাবি করেছে সরকার।

নতুন বিল আইনে পরিণত হলে আয়কর রিটার্ন জমা করা আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে ‘মূল্যায়ন বছর’ (অ্যাসেসমেন্ট ইয়ার) এবং ‘পূর্ববর্তী বছর’ (প্রিভিয়াস ইয়ার)— এই দু’য়ের উপর ভিত্তি করে জমা নেওয়া হয় আয়কর রিটার্ন। কিন্তু, নতুন বিলে ‘করবর্ষ’ চালু করার কথা বলেছে সরকার। আর্থিক বছরের সঙ্গে সামঞ্জস্য রেখে এই করবর্ষ আনা হচ্ছে বলে খবর সূত্রের।

Income Tax Bill 2025 perliament

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}