প্রেম করার ‘অপরাধে’ চলন্ত বাসের সামনে ধাক্কা মেরে ফেলে খুন করা হল যুবককে। প্রেমিকার পরিবারের বিরুদ্ধে যুবককে খুন করার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, মৃতের নাম রওশন কুমার। বয়স ২৫ বছর। তিনি বিহারের মুজফ্ফরপুরের কাঠারা পুলিশফাঁড়ি এলাকার বাসিন্দা। স্থানীয় এক যুবতীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। পরিবারের অমতে তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন। গত ২৯ সেপ্টেম্বর বাড়ি থেকে পালিয়ে যান দু’জন।
পুলিশ সূত্রে খবর, ওই যুবক সম্পর্কে মেয়েটির আত্মীয় ছিলেন। তাই দু’জন একই সম্প্রদায়ের হওয়া সত্ত্বেও তাঁর পরিবার এই প্রেমে আপত্তি করেন। বাড়ি থেকে পালিয়ে গেলেও রেহাই মেলেনি।
আরও পড়ুন:
যুবতীর পরিবারের লোকজন দু’জনকে খুঁজে বার করেন। বাড়ি পৌঁছে দেবেন বলে তাঁদের একটি গাড়িতে তোলা হয়। এক জায়গার গাড়িটি দাঁড় করিয়ে যুবককে নামতে বলেন তাঁরা। তার পর ব্যস্ত রাস্তায় ছুটে আসা একটি বাসের মুখে ধাক্কা মেরে যুবককে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। বাসের চাকায় পিষে যান যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।