Advertisement
০২ মে ২০২৪
Congress MLA

ধর্ষণের মামলা করেছেন স্ত্রী, বিধায়ক বললেন, ‘সবই ১০ কোটি টাকার জন্য’

মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়কের স্ত্রীর অভিযোগ, পরিচারিকার স্বামীর নামে বেআইনি সম্পত্তি রয়েছে উমঙ্গের। একত্রবাসের সঙ্গী সোনিয়া ভরদ্বাজকে তাঁর স্বামী আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন বলেও অভিযোগ।

কংগ্রেস বিধায়ক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

কংগ্রেস বিধায়ক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। — ফাইল ছবি।

সংবাদ সংস্থা
ভোপাল শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২২ ১৬:৪৭
Share: Save:

স্ত্রী ১০ কোটি টাকা চেয়েছিলেন! দেননি বলেই মিথ্যা মামলা করা হয়েছে। দাবি করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস বিধায়ক উমঙ্গ সিংহার। তাঁর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বিধায়কের বিরুদ্ধে ধর্ষণ এবং গার্হস্থ্য হিংসার মামলা এনেছে পুলিশ। অস্বাভাবিক যৌন সংসর্গের অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। যদিও কংগ্রেস বিধায়ক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়কের স্ত্রীর আরও অভিযোগ, পরিচারিকার স্বামীর নামে বেআইনি সম্পত্তি রয়েছে উমঙ্গের। একত্রবাসের সঙ্গী সোনিয়া ভরদ্বাজকে তাঁর স্বামী আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন বলেও অভিযোগ করেন ওই মহিলা। এক বছর আগে উমঙ্গের বিরুদ্ধে সোনিয়ার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা করেছিল ভোপাল পুলিশ।

যদিও উমঙ্গ সব অভিযোগ উড়িয়ে দাবি করেছেন, ‘‘২ নভেম্বর মানসিক হেনস্থা এবং ব্ল্যাকমেল করার জন্য স্ত্রীর নামে অভিযোগ জানাই থানায়। মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে ১০ কোটি টাকা দাবি করেছিলেন উনি। মামলা দায়ের হয়েছে।’’

উমঙ্গ এবং তাঁর স্ত্রীর ঝামেলার ঘটনায় বিরোধী দলের বিধায়কের দিকে আঙুল তুলেছেন মধ্যপ্রদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। বলেন, ‘‘প্রাক্তন মন্ত্রী উমঙ্গ সিংহারের বিরুদ্ধে ধর্ষণ এবং মানসিক অত্যাচারের অভিযোগ এনেছেন স্ত্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অতীতে তাঁর আরও অনেক স্ত্রী ছিলেন। নওগোন থানায় মামলা দায়ের হয়েছে।’’

কংগ্রেস বিধায়ক উমঙ্গ মধ্যপ্রদেশে আদিবাসী ভোটারদের মধ্যে জনপ্রিয় এবং যথেষ্ট ক্ষমতাবান। প্রাক্তন মুখ্যমন্ত্রী যমুনা দেবীর ভাগ্নে তিনি। প্রাক্তন কমল নাথ সরকারের বনমন্ত্রী ছিলেন। ২০১৯ সালে মধ্যপ্রদেশে তৎকালীন কংগ্রেস সরকারের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চরমে ওঠে। সে সময় দিগ্বিজয় সিংহের দিকে আঙুল তুলেছিলেন উমঙ্গ। বলেছিলেন, ছায়া-মুখ্যমন্ত্রীর ভূমিকা পালন করছেন দিগ্বিজয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress MLA rape Blackmail
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE