অতিবামপন্থী ও মাওবাদী প্রভাব রুখতে ‘মহারাষ্ট্র জন সুরক্ষা বিল’ পাশ করল সে রাজ্যের বিধানসভা।
বিধানসভায় বিল পেশ করে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস বলেন, এই বিলের মাধ্যমে যে সব ব্যক্তি ও সংগঠন হিংসা, গেরিলা কায়দায় লড়াই ও বেআইনি পথে সরকারকে বিপাকে ফেলার পক্ষে প্রচার চালায় তাদের নিষিদ্ধ করতে চায় মহারাষ্ট্র। ফডণবীসের মতে, মহারাষ্ট্রের শহর ও গ্রামীণ এলাকায় মাওবাদের প্রভাব আছে। বিশেষত গঢ়চিরৌলি ও কোঙ্কন জেলায় মাওবাদের প্রভাবের কথা জানা গিয়েছে।
ফডণবীসের মতে, অনেক ক্ষেত্রেই ইউএপিএ ব্যবহার করা যায় না। কারণ, ওই আইন সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবহার করার জন্য তৈরি। সেই ধরনের ক্ষেত্রে এই নয়া আইন ব্যবহার করা হবে। নতুন আইনে স্বচ্ছতা বজায় রাখতে বিচারের আগে মামলা পর্যালোচনা করবে একটি তিন সদস্যের কমিটি। তাতে থাকবেন হাই কোর্টের এক জন অবসরপ্রাপ্ত বিচারপতি, এক জন জেলাশাসক ও এক জন সরকারি আইনজীবী।
নয়া আইনের অপপ্রয়োগ নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে নানা শিবিরে। মুখ্যমন্ত্রী জানান, এই আইন তৈরির আগে সাংবাদিক সংগঠনের সঙ্গে আলোচনা করা হয়েছে। অপব্যবহার রুখতে বিলে রাখা হয়েছে রক্ষাকবচ।
ভোটাভুটির সময়ে বিলের বিরোধিতা সিপিএম বিধায়ক বিনোদ নিকোলে। বিলের প্রভাব সম্পর্কে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে সংখ্যাগরিষ্ঠের ভোটে বিলপাশ হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)