নৌসেনার তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগে মহারাষ্ট্রে গ্রেফতার হলেন এক জুনিয়র ইঞ্জিনিয়ার। ধৃতের নাম রবি বর্মা। যৌনতার ফাঁদে পড়ে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হাতে নৌসেনার তথ্য তুলে দিতেন বলে অভিযোগ। শুক্রবার ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে মহারাষ্ট্রের সন্ত্রাসদমন শাখা (এটিএস)।
এটিএস সূত্রে খবর, ২০২৪ সালে প্রীতি জয়সওয়াল নামে এক তরুণীর সঙ্গে সমাজমাধ্যমে পরিচয় হয় রবির। তার পর সেখান থেকে ফোন নম্বর আদান-প্রদান হয়। হোয়াট্সঅ্যাপেও তাঁদের কথোপকথন চলত বলে জানিয়েছে এটিএস। পারস্পরিক আলাপচারিতার সূত্র ধরে রবির কর্মস্থল এবং কী কাজ করেন, তার সব তথ্য সংগ্রহ করেন ওই তরুণী। তার পর তাঁর সঙ্গে ভিডিয়ো কলে কথোপকথন চালাতেন ওই তরুণী। এ ভাবেই রবিকে ছলেবলে যৌনতার ফাঁদে ফেলেন তিনি।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, রবি একটি বেসরকারি প্রতিরক্ষা সংস্থায় কাজ করেন। সেখানে নৌবাহিনীর অনেক সামরিক সরঞ্জাম তৈরি হয়। প্রীতি নামে ওই তরুণী সেই তথ্য হাতানোর চেষ্টা করেন। অভিযোগ, রবিকে মোটা টাকার প্রলোভন দেখানো হয়। তার পর যৌনতার ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করা শুরু হয়। তার পর রবির কাছ থেকে তথ্য হাতিয়ে নেওয়া হয়।
এটিএস সূত্রে খবর, ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত মুম্বইয়ের নৌসেনাঘাঁটি, যুদ্ধজাহাজ এবং নৌসেনা সংক্রান্ত গোপন তথ্য পাচার করেন রবি। তাঁর গতিবিধি সন্দেহজনক ঠেকায় গোপনে রবির উপর নজরদারি চালানো হচ্ছিল। তদন্তে এটিএস জানতে পেরেছে যে, ওই সময়ের মধ্যে হোয়াট্সঅ্যাপের মাধ্যমে আইএসআই-এর দুই আধিকারিকের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিলেন রবি।