Advertisement
০৯ মে ২০২৪

ডিজিটাল ভাবনা মোদীর নয়: মমতা

প্রধানমন্ত্রীর ডিজিটাল ভারত গড়ার ভাবনাকে সমর্থন জানিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, নরেন্দ্র মোদী আদৌ এর পথিকৃৎ নন। রাজীব গাঁধীর আমলেই এই কাজ শুরু হয়েছিল। আর ১৬ বছর আগে তিনি নিজে যখন রেলমন্ত্রী ছিলেন, তখনই ব্রডব্যান্ড পরিষেবার সিদ্ধান্ত হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৫১
Share: Save:

প্রধানমন্ত্রীর ডিজিটাল ভারত গড়ার ভাবনাকে সমর্থন জানিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, নরেন্দ্র মোদী আদৌ এর পথিকৃৎ নন। রাজীব গাঁধীর আমলেই এই কাজ শুরু হয়েছিল। আর ১৬ বছর আগে তিনি নিজে যখন রেলমন্ত্রী ছিলেন, তখনই ব্রডব্যান্ড পরিষেবার সিদ্ধান্ত হয়েছিল।

মার্কিন মুলুকে দাঁড়িয়ে রবিবার মোদী বলেছেন, আগে নদীর ধারে সভ্যতার জন্ম হতো। আগামী দিনে অপটিকাল ফাইবারের নেটওয়র্ক যেখানে, সেখানেই জন্ম নেবে নতুন সভ্যতা। ওই অনুষ্ঠানেই গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, ভারতের ৫০০টি রেলস্টেশনে নিখরচায় ওয়াই-ফাই পরিষেবা দেবেন তাঁরা। আর মাইক্রোসফট-এর সিইও সত্য নাদেল্লার প্রতিশ্রুতি, ভারতের পাঁচ লক্ষ গ্রামকে সস্তার ব্রডব্যান্ড প্রযুক্তি দেওয়ার প্রকল্পে অংশীদার হবেন তাঁরা। ‘ডিজিটাল ইন্ডিয়া’র এই পরিকল্পনায় পূর্ণ সমর্থন আছে মমতার। শুধু তাঁর বক্তব্য, রাজীব যখন প্রধানমন্ত্রী তখনই শ্যাম পিত্রোদার হাত ধরে এই কাজ শুরু হয়।

পরে দু’দু’বার রেলমন্ত্রী থাকাকালীন তিনি নিজেও ডিজিটাল পরিষেবা ছড়িয়ে দেওয়ার ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন। সোমবার নবান্নে মমতা বলেন, ‘‘সংবাদপত্রে দেখলাম, দেশের ৫০০টি স্টেশনে ওয়াই-ফাই পরিষেবা চালু হবে। এ সব নতুন নয়। আমি যখন ১৯৯৯-এ এক বছরের জন্য রেলমন্ত্রী ছিলাম তখনই ব্রডব্যান্ড পরিষেবার সিদ্ধান্ত হয়।’’ তবে মমতা মেনে নেন, ‘‘এটা খুবই ভাল। অনেকগুলি স্টেশনে এটা হয়েওছে।’’ ২০০৯-এ তিনি যখন দ্বিতীয় বারের জন্য রেলমন্ত্রী হন, তখনই ব্রডব্যান্ড ইন্ডিয়া ও কেব‌্ল পাতার কাজ শেষ হয়ে গিয়েছিল। সাত-আট বছর আগেই কোচবিহারে ব্রডব্যান্ড শিল্প করার প্রস্তাবও তিনি দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর দাবি, ‘‘আমরা কলকাতাকে ওয়াই-ফাই পরিষেবায় নিয়ে এসেছি। ফোর-জি এসেছে। শুধু কলকাতা নয়, ওই পরিষেবা মিলছে শিলিগুড়ি, বর্ধমান আর রাজারহাটেও।’’

মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, ডিজিটাল ইন্ডিয়া নিয়ে কি এখন বেশি কথা হচ্ছে? মমতার উত্তর, ‘‘ডিজিটাল ইন্ডিয়া’ সবাই চাই। তবে সমাজের নিচুতলা পর্যন্ত না পৌঁছলে তা সফল হবে না। গ্রামীণ ভারতকে বাদ দিয়ে সেটা কোনও মতেই সম্ভব নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Trinamool BJP digital india
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE