বউদির কাছে তামাক চেয়েছিলেন। দেননি। রাগের বশে পাঁচ বছরের ভাইপোকে কুঠার দিয়ে খুন করলেন যুবক। হামলা চালালেন বউদির উপরেও। ওই মহিলা গুরুতর জখম। মধ্যপ্রদেশের শাহদোলের ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বেওহারি থানার অন্তর্গত বরকছ গ্রামের ঘটনা। ৩০ বছরের রামলা কোলকে গ্রেফতার করেছে পুলিশ। বেওহারি থানার আধিকারিক মোহন পাণ্ডওয়ার জানান, বড় দাদার স্ত্রী সুখী বাঈয়ের কাছে তামাক চেয়েছিলেন রামলা। সুখী জানান, বাড়িতে তামাক নেই।
আরও পড়ুন:
রাতে ছেলেকে নিয়ে যখন ঘুমিয়ে ছিলেন ৩৫ বছরের তরুণী। ১১টা নাগাদ কুঠার নিয়ে হামলা করেন মোহন। তার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। তরুণীর চিকিৎসা চলছে। খুনের মামলা দায়ের করে তদন্ত করছে পুলিশ।